- প্রচ্ছদ রচনা
- মার্চ ২৯, ২০২২
আগামী ১০ বছর কোনও বিবাদ নয়, পাহাড় উন্নয়নের নয়া ‘বীজমন্ত্র’ দিলেন মমতা ।
জিটিএ নির্বাচন নিয়ে সিদ্ধান্তে নিতেই উত্তরবঙ্গে সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ।
মঙ্গলবার দার্জিলিং-এ একটি জনসমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই পাহাড়বাসীদের তিনি বললেন, পাহাড় হাসলে আমার ভালো লাগে । তাঁর আবেদন, ‘বিজেপিকে ভরসা করবেন না। ওঁরা ভোটের আগে এসে বহু প্রতিশ্রুতি দেয়। ভোট মিটলেই ওঁদের দেখা মেলে না। ভুলেও দিল্লির লাড্ডু খাবেন না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে মমতা বলেন, ‘পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে। ভাবুন একবার! এভাবে সাধারণ মানুষের কীভাবে চলবে?
রাজ্যের অন্যান্য এলাকার মতো পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত চালুর জন্য বলেছিলাম। এখনও আইন পাশ করতে পারেনি কেন্দ্র । আপনারা কথা দিন আগামী ১০ বছর কোনও অশান্তি করবেন না, শুধু মানুষের জন্য কাজ করবেন। মন দিয়ে পাহাড়ের জন্য কাজ করুন, দেখুন দার্জিলিং-কার্শিয়াং কোথায় পৌঁছে যায়। কয়েক মাসের মধ্যেই জিটিএ নির্বাচন করাব ।পাহাড়ে দাঁড়িয়ে ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি পড়ুয়াদের কথা চিন্তাই করছে না বিজেপি সরকার। তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাঁদের সবার পড়া বন্ধ হয়ে গিয়েছে। পড়ুয়াদের এখানে কোর্স শেষ করার সুযোগ দেওয়া হোক। নিজের নিজের রাজ্যে কোর্স শেষ করতে দেওয়া হোক তাঁদের। আমার টাকার দরকার ছিল না। নিজের খরচে ওঁদের পড়াতাম। কিন্তু গতকাল সংসদে কেন্দ্র জানিয়ে দিয়েছে, তাঁরা অনুমতি দেবে না। পড়ুয়াদের জন্য কোনও দরদ নেই ওঁদের।
❤ Support Us