Advertisement
  • ভা | ই | রা | ল
  • মার্চ ১২, ২০২২

বিশ্বের সবচেয়ে বয়স্ক থাইল্যান্ডবাসী মহিলা? বয়স নাকি ৩৯৯? ভাইরাল ঘিরে হৈ চৈ ।

বিশ্বের প্রবীণতম পুরুষের বয়স ১১৯। বাসিন্দা জাপানের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্ক থাইল্যান্ডবাসী মহিলা? বয়স নাকি ৩৯৯? ভাইরাল  ঘিরে হৈ চৈ ।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন খুব সহজেই পৃথিবীর অতি আশ্চর্য সব জিনিসও আমরা চাক্ষুষ করতে পারি । সম্প্রতি নেট দুনিয়ায় এক বয়স্ক মহিলার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মহিলা শয্যাগত, তাঁর চোখ কোটরে ঢুকেছে, শরীরের চামড়া সম্পূর্ণ শুষ্ক হয়ে গেছে । ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছে যে এই মহিলা বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা, যাঁর বয়স ৩৯৯ বছর!

বয়স শুনেই অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। চার শতাব্দী ধরে বেঁচে আছেন এই নারী, যা নিঃসন্দেহে অবাক করে দেওয়ার মতো। খবরটি যখন প্রকাশ্যে আসা মাত্রই এই খবরটি প্রকাশ্যে আসা মাত্রই সত্যতা যাচাই এর জন্য নানান খোঁজ খবর শুরু হয়। আর সেখান থেকেই জানা যায়, এই ছবিগুলো আসলে এমন এক বৌদ্ধ ভিক্ষুর যিনি নিজেই নিজেকে মমিতে পরিণত করেছেন। এই মহিলার ছবি শেয়ার করেছেন @auyary13 একাউন্ট ব্যবহারকারী একজন টিকটকার। যিনি ওই মহিলার নাতনি।

একজন মানুষ ৪০০ বছর বেঁচে থাকলে বিজ্ঞানীদের মধ্যে হুলুস্থুল পড়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত মানুষের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ১৫০। কেউ যদি চারশ বছর বেঁচে থাকে, তাহলে তার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা অনেক গবেষণা শুরু করতে পারতেন। মস্কোর ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির গবেষক পিটার ফেডিচেভ বলেছেন, ওষুধ ও সঠিক খাওয়ারের সাহায্যে একজন মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখা গেলেও তার আয়ু বড়জোড় কয়েক বছর বাড়ানো যায়, কিন্তু চারশো বছর অসম্ভব।

এর পরই সত্য সামনে আসে। আসলে এই মহিলার বয়স ১০৯ বছর। তিনি থাইল্যান্ডে থাকেন এবং বর্তমানে হাসপাতালেই তাঁর জীবন কাটে। তবে এই বয়সেও তিনি তার বেশিরভাগ কাজ নিজেই করেন। বর্তমানে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব জাপানের কেন তানাকার নামে রয়েছে, যার বয়স ১১৯ বছর। তিনি ২রা জানুয়ারী ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!