- প্রচ্ছদ রচনা
- মার্চ ৫, ২০২২
‘আয়েঙ্গে তো যোগী হি’ ! উত্তরপ্রদেশে আশাবাদী বিজেপি ।
একটি নির্বাচনে ২০০ টি জনসভা করে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলকে আরও একবার ইউপির মাটিতে ফোটাতে দৃঢ়বদ্ধ আদিত্যনাথ ।

আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আজমগড়ের আত্রাউলিয়ায় জনসভার মধ্যে দিয়ে নিজের প্রচার শেষ করলেন । এই আসনটিতে এর আগে কখনও ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি। প্রচারের শেষ দিনে আজ পাঁচটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী যোগী। এই নির্বাচনী প্রচারে প্রায় ২০০ টি সমাবেশ এবং রোডশো সম্পন্ন করলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই নির্বাচনে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেছেন। এবারে নির্বাচনী প্রচার এবং দলের বিশেষ ফোকাস ছিল সেই আসনগুলির উপর যেগুলি গত নির্বাচনে কখনও জিতেনি বিজেপি বা খুব কম মার্জিনে হেরেছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তা।
নির্বাচনী এলাকার প্রার্থী চূড়ান্ত হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রায় ৩-৪ টি সমাবেশ ও রোডশো করেছেন যোগী । পশ্চিম উত্তরপ্রদেশ ‘৮০-২০’ মন্তব্য করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করে এবং মাফিয়াদের বিরুদ্ধে ‘বুলডোজার অভিযান’-এর উল্লেখ করে প্রচার শুরু করেছিলেন যোগী। পূর্ব উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারের শেষের দিকে এই বার্তাকেই শক্তিশালী করার জন্য যোগীর সমাবেশস্থলে বুলডোজার নিয়ে আসা হয়েছিল। পুরো প্রচার জুড়ে মুখ্যমন্ত্রীর গলাতে আত্মবিশ্বাসই ঝরে পড়েছে। তাঁর দল আবার ৩০০ আসন অতিক্রম করবে বলেই জানিয়েছেন আদিত্যনাথ । যদিও অন্যান্য দলের নেতাদের মতে, বিজেপি ফের সরকার গঠন করলেও সম্ভবত আসন সংখ্যা কমে দাঁড়াবে ২৩০ থেকে ২৫০-এর মধ্যে। যদিও আসন কমলেও ‘আয়েঙ্গে তো যোগী হি’ মন্ত্রেই বিশ্বাসী বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে মোট ৪০৩ টি আসনের মধ্যে ৩২৫ টি জিতেছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স।
বিজেপিরই একজন প্রবীণ নেতা বলেছেন—গত তিন দশকে উত্তরপ্রদেশে কল্যাণ সিং, রাজনাথ সিং, মুলায়ম সিং যাদব হোক বা অখিলেশ যাদব- তাঁদের সরকার দ্বিতীয়বার ফিরিয়ে আনতে সক্ষম হননি। যোগী আদিত্যনাথ যদি এটা করতে পারেন, এবং এটা তিনি করবেনই, তাহলে এটা বিশাল বড় কীর্তি হবে।’
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, গত ৩০-৪০ বছরে কোনও সরকারই উত্তরপ্রদেশে টানা দু’বারের মেয়াদ পেতে পারেনি তবে বিজেপি এটি করতে প্রস্তুত। ‘যোগী হি আয়েঙ্গে’ কী না তা জানতে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা।
❤ Support Us