Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১১, ২০২২

উপরাষ্ট্রপতি নির্বাচন: কে হবেন বিরোধী প্রার্থী? সিদ্ধান্ত নিতে দ্রুত বৈঠকে বসবেন বিরোধীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
উপরাষ্ট্রপতি নির্বাচন: কে হবেন বিরোধী প্রার্থী? সিদ্ধান্ত নিতে দ্রুত বৈঠকে বসবেন বিরোধীরা

উপরাষ্ট্রপতি পদে কে? তা নিয়ে চলছে জল্পনা। সে বিষয় সিদ্ধান্ত নিতে আগামী ১২ অথবা ১৩ জুলাই দিল্লিতে বিরোধীদের বৈঠক হতে পারে । কংগ্রেস, বাম, টিএমসি, এনসিপি, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি এবং আরও কয়েকজন সহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতার এই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী দলগুলোর নেতারা একসঙ্গে মিলে দেশের দ্বিতীয় শীর্ষ সাংবিধানিক পদে যৌথ প্রার্থী দিতে ইচ্ছুক ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, ২০১৭ সালে এনডিএ-এর এম ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে যৌথ বিরোধী প্রার্থী ছিলেন। নাইডুর মেয়াদ শেষ হবে ১০ আগস্ট।

নির্বাচন কমিশন ৫ জুলাই বিজ্ঞপ্তি জারি করে ৬ আগস্ট নির্বাচনের জন্য। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই এবং যাচাই হবে ২০ জুলাই। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২২ জুলাই।

উল্লেখ্য, সংসদের উভয় কক্ষের ৭৮৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির সমন্বয়ে গঠিত এক ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি। এখানে থাকবেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত এবং ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!