Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ২১, ২০২২

কবিতা মানুষের অনুভূতি এবং আবেগের সবচেয়ে পরিমার্জিত প্রকাশ। বিশ্ব কবিতা দিবসে উপরাষ্ট্রপতির টুইট

কবি ও কবিতাপ্রেমীদের জীবন জুড়ে ঝুঁয়ে থাকুক নতুন ভোর।

আরম্ভ ওয়েব ডেস্ক
কবিতা মানুষের অনুভূতি এবং আবেগের সবচেয়ে পরিমার্জিত প্রকাশ। বিশ্ব কবিতা দিবসে উপরাষ্ট্রপতির টুইট

২১ মার্চ, আজ ‘বিশ্ব কবিতা দিবস’। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব কবিতা দিবস পালনের উদ্দেশ্য হল কবিদের সম্মান জানানো, কবিতা আবৃত্তির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা , কবিতা পড়া , কবিতা লেখা ও শিক্ষার প্রচার , নাট্য , নৃত্য , সংগীত ও চিত্রকলার মতো অন্যান্য শিল্পের সঙ্গে কবিতার সমন্বয়কে উৎসাহ দেয়া এবং কবিতাকে বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় করে তোলা ইত্যাদি ।তবে, যে দিনই হোক না কেন , কবিতা তার যোগ্য গুরুত্ব পাক এবং সারা বিশ্বে আরও জোরদার হোক কবিতা চর্চা। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি ও কবিতা পাঠকরা তাঁদের অনুভূতিকে  কবিতার মাধ্যমে বিশ্ব মাঝারে ছড়িয়ে দিক।  ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, ‘এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।’ এবছর বিশ্ব কবিতা দিবসে ইউনেস্কোর টুইটে করে বলেছে, কবিতাই পারে সঙ্কট এবং কষ্টের  সময়ে সান্ত্বনা এবং অনুপ্রেরণা জোগাতে। এমন কবিতা পোস্ট করা হোক যা কষ্টের সময় সাহস জুগিয়েছে।

ভারত ও বাংলাদেশে আজকের দিনটি পালতি হচ্ছে খুব সমারোহে। দেশের বিভিন্ন প্রান্তে দিনভোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদিন কবিতা  পাঠ,  কবিসভা, পাঠকদের নিয়ে নানা আলোচনা, আধুনিক , মননশীল , সাবেকি, প্রেম-ভালোবাসা-যুদ্ধ,  ইত্যাদি নানা বিষয়ের কবিতা পাঠের মধ্যে দিয়ে স্মরণ করা হবে চিত্তজয়ী কবিদের ।

 

উপরাষ্ট্রপতি, শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু টুইট করে বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, কবিতা মানুষের অনুভূতি এবং আবেগের সবচেয়ে পরিমার্জিত প্রকাশ। মহান কবিতা স্থান, কাল দেশের বেড়াজাল অতিক্রম করে সর্বজনীন হয়ে ওঠে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!