Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৭, ২০২২

জলের জন্য প্রাণের ঝুঁকি! মহারাষ্ট্রের মহিলার জল সংগ্রহের ভিডিও দেখে নেট দুনিয়ার সকলের চোখ অশ্রসিক্ত ।

আরম্ভ ওয়েব ডেস্ক
জলের জন্য প্রাণের ঝুঁকি! মহারাষ্ট্রের মহিলার জল সংগ্রহের ভিডিও দেখে নেট দুনিয়ার সকলের চোখ অশ্রসিক্ত ।

ভারত দিনে দিনে উন্নত হচ্ছে। এগিয়ে চলেছে জনজীবন। আধুনিক প্রযুক্তি, উচ্চমানের শিক্ষা, উন্নত জীবনযাপন সব কিছুতেই এগোচ্ছে দেশ । যদিও এর মাঝেই এমন কিছু ঘটে চলেছে যা দেখলে মনে হয় সত্যিই কী আত্মনির্ভর হচ্ছে ভারত? এখনও দেশের বহু পরিবার তেষ্টা মেটাতে জীবনের বাজি রাখছে। সম্প্রতি মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামের ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে দেখা গিয়েছে, এক মহিলা পানীয় জলের জন্য জীবনে ঝুঁকি নিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়োতে নামছেন। যা দেখে শিউরে উঠেছেন অনেকেই ।

যদিও এত ভোট, এত প্রতিশ্রুতি, এত উন্নয়ন। তবুও প্রতিবছর গরমের সময় নিয়ম করে পানীয় জলের সঙ্কট দেখা দেয় দেশের বিস্তীর্ণ অংশে। যেমন, মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর জেলার মেটঘর গ্রামের এক মহিলার জল সংগ্রহের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহিলা প্রাণের ঝুঁকি বিপজ্জনকভাবে বিরাট কুয়োর দেওয়াল বেয়ে নীচে নামছেন। বর্ষাকালে এই কুয়োই জলে ভরা থাকে। কিন্তু গ্রীষ্মের তাপপ্রবাহে তালানিতে গিয়ে ঠেকেছে কুয়োর জল।

সোহিত মিশ্রা নামের এক ব্যক্তি ওই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর জেলার মেটঘর গ্রামের চিত্র। মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে পানীয় জল সংগ্রহ করছেন। এটা ২০২২ সালের দৃশ্য। কেন্দ্র বনাম রাজ্য, হিন্দু-মুসলিম, ইডি-সিবিআইয়ের মতো বড় ইস্যুর আড়ালে চলে যায় মহারাষ্ট্রের এই প্রাথমিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলি।’

এপ্রিলের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ চলছে। মৌসম ভবন জানিয়েছে, আপাতত এপ্রিল মাসের ১০ তারিখ অবধি এই তাপপ্রবাহ চলবে । আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি থাকতে পারে। তবে পাহাড়ি এলাকায় তা কিছুটা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!