- Uncategorized
- মার্চ ১৫, ২০২৫
টাকা চুরির অভিযোগে ঝগড়া, হত্যা ফুটবলার পিকে বন্দোপাধ্যায়ের বাড়িতে
খুন ভারতের প্রাক্তন ফুটবল প্রয়াত পিকে ব্যানার্জির বিধাননগরের বাড়িতে। শনিবার বিধাননগর পুলিশ তাঁর বাড়ি থেকে এক পরিচারকের মৃতদেহ উদ্ধার করেছে। দুই পরিচারকের ঝগড়ার পরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
২০২০ সালের ২০ মার্চ প্রয়াত ড়ন পিকে ব্যানার্জি। বিধাননগরের জিডি ব্লকে তাঁর বাড়িতে এখন পিকে ব্যানার্জির মেয়েরা থাকেন। শুক্রবার রাতে বাড়ি থেকে ৫ হাজার টাকা উধাও হয়ে যায়। এই নিয়ে বাড়ির পরিচারকদের মধ্যে আলোচনা চলছিল। সেখানে ছিলেন বাড়ির গাড়ির চালক বরুণ ঘোষ। টাকা চুরির জন্য বরুণকে দোষারোপ করেছিলেন গোপীনাথ। এরপরি দুজনে বচসায় জড়িয়ে পড়েন।
বচসার সময় রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিলেন। সেই ছুরি দিয়েই গোপীনাথকেই কোপান বরুণ। তাঁর ছুরির আঘাতে মৃত্যু হয় গোপীনাথ মুহুরির। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কর্তারা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। অভিযুক্ত চালক বরুণ ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ছুরি দিয়ে আঘাতের কথা স্বীকার করেছে বরুণ ঘোষ। আজই তাঁকে আদালতে হাজির করানো হবে।
ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় পিকে–র বাড়ির সদস্যেরা কোথায় ছিলেন, তাঁরা ঝামেলার কথা জানতে পেরেছিলেন কিনা, সবকিছুই তদন্ত করে দেখছে। বাড়ির প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
❤ Support Us