- দে । শ
- ফেব্রুয়ারি ২, ২০২২
টোঙ্গার রাজধানীতে করোনায় আক্রান্ত ২।
টোঙ্গার রাজধানী নুকুয়ালোফায় নতুন করে দু’জনের রিপোর্ট করোনা পজিটিভ। খবরটি ছড়িয়ে পড়তেই বুধবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেছেন, ‘রাজধানী নুকুয়ালোফায় চলতি সপ্তাহে দু’জনের করোনা শনাক্ত হয়েছে । তাঁদের আইসোলেশানে পাঠানো হয়েছে। এঁরা বন্দরে কাজ করতেন ।
১৫ জানুয়ারির অগ্ন্যুপাতের পর বিশ্বের বিভিন্ন দেশের মানবিক সহায়তা এই বন্দর দিয়ে আসে। এই পরিস্থিতিতেই দুইজন সংক্রমিত হয়েছেন । তাই আমরা লকডাউন ঘোষণা করেছি । নৌযান ও আভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
❤ Support Us