Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জুলাই ১, ২০২২

দুয়ারে ডাক্তার । বাসের ভিতরই দাঁতের হাসপাতাল!

আরম্ভ ওয়েব ডেস্ক
দুয়ারে ডাক্তার । বাসের ভিতরই দাঁতের হাসপাতাল!

পশ্চিমবঙ্গে প্রথম ভ্রাম্যমান দন্ত চিকিৎসালয় চালু করছে স্বাস্থ্যদপ্তর। দাঁতের সমস্যার পাশাপাশি, দেখা গিয়েছে আশি শতাংশ ক্ষেত্রেই মুখের ক্যানসার প্রথম ধরতে পারেন দন্তরোগ বিশেষজ্ঞ। যাঁরা নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেন ফার্স্ট স্টেজেই তাঁদের মুখের ক্যানসার ধরা পড়ে। ফলে যথাসময়ে চিকিৎসা হলে দ্রুত সুস্থ হয়ে যায় ।

এই মুহূর্তে রাজ্যে মোট ক্যানসারের মধ্যে ত্রিশ শতাংশ মুখগহ্বরের। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের এক সমীক্ষায় জানা গিয়েছে যে, পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি মেয়েদের তুলনায় দ্বিগুণ। আরেক সমীক্ষার রিপোর্ট এদেশে বছরে তামাক জনিত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয় ১ লক্ষের সামান্য বেশি মানুষ। অন্য দিকে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হন ৯৯,৪৯৫ জন। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তরের এই ভ্রাম্যমান দন্ত চিকিৎসাকেন্দ্র নিয়ে আশাবাদী ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। রাজ্যে শুধুমাত্র দন্ত চিকিৎসায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল। ফি দিন অগুনতি রোগী আসেন প্রত্যন্ত গ্রাম থেকে। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে আমরা চিঠি দিয়ে দাবি জানিয়েছিলেন, একটি ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসা কেন্দ্র খোলার জন্য। অবশেষে তা চালু হচ্ছে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ৫০ আসনের একটি বাসকে দাঁতের হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে থেকেই যা চলতে শুরু করবে। পৌঁছে যাবে জেলায় জেলায়। এমনকি সুন্দরবনেও। এই ভ্রাম্যমান দন্ত চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন ধরণের দন্ত চিকিৎসক থাকবেন। ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যেমন থাকবেন, তেমনই থাকবেন দাঁতের আল্ট্রাসোনিক স্কেলিং করার বিশেষজ্ঞ চিকিৎসক। সম্পাদক মহাশয় বলেছেন, মাড়ির ছোট্ট কোনও ঘা থেকেই মুখ গহ্বরের ক্যানসারের শুরু। আমজনতা প্রথমে তা ধর‍তে পারেন না। সন্দেহজনক কিছু দেখলেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা তাঁকে দ্রুত নিকটবর্তী সরকারী সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করবেন।

দাঁত নিয়ে স্বচ্ছ ধারণা নেই অধিকাংশ মানুষের। গ্রাম বাংলায় অনেকেই ভাবেন দাঁতে পোকা হয়েছে। হাতুড়ে চিকিৎসক দিয়ে পোকা বের করার উপায় খোঁজেন। তাঁর কথায়, দাঁতে ব্যথা হলেই দাঁত তুলে ফেলার ধারণাও এখন অতীত। এখন দাঁতের যে মূলটি রয়েছে তার সঙ্গে স্নায়ুর যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়। এ ভাবে দাঁতকে যন্ত্রণাহীন করে রাখা যায়। এমন সব আধুনিক চিকিৎসাও মিলবে ওই ভ্রাম্যমাণ দন্ত হাসপাতালে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!