Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • জানুয়ারি ৩১, ২০২২

প্রয়াত বাংলার প্রবীণতম নাগরিক! ২৩ সন্তানের বাবা আর ৮৬ নাতি-নাতনির দাদু ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত বাংলার প্রবীণতম নাগরিক! ২৩ সন্তানের বাবা আর ৮৬ নাতি-নাতনির দাদু ।

প্রয়াত হলেন ২৩ সন্তানের বাবা আর ৮৬ নাতি-নাতনির দাদু । বয়স হয়েছিল ১৩০ । সম্ভবত তিনিই ছিলেন বাংলার প্রবীণতম নাগরিক । নাম মহম্মদ কলিমুদ্দিন । বাড়ি শিলিগুড়ির রানিডাঙায় । পেশা ছিল কৃষিকাজ । মৃত্যুর কিছুদিন আগেও দিব্যি হেঁটে চলে বেড়াতেন । স্নান, খাওয়া-দাওয়া সবই নিজে নিজেই করতেন । পুরোপুরি সক্রিয় ছিলেন তিনি। শীত পড়তেই হঠাৎ খাওয়া-দাওয়া বন্ধ করে দিলেন। খবর পেয়ে স্বজনরা আসতে শুরু করলেন ।

পরিবারের ১০০ জন সদস্যের উপস্থিতিতেই চলে গেলেন এলাকার বটবৃক্ষ কলিমুদ্দিন। তাঁর বড় ছেলে মহম্মদ মুজিবুর ৮০ পেরিয়েছেন। বলেছেন, আমরা ২৩ ভাইবোন। বাবার দুটি বিয়ে । প্রথম পক্ষের ৭ ছেলে ৭ মেয়ে। দ্বিতীয় পক্ষের দিক থেকে ৬ ছেলে ৩ মেয়ে। দুই মেয়ে মারা গেছেন, তাঁদের বয়স হয়েছিল। প্রথম স্ত্রী জয়তুন্নেছার মৃত্যু হয় ৪০ বছর আগে। দ্বিতীয় স্ত্রী সায়রা খাতুন জিবীত। চুয়াত্তর সাল থেকে দীর্ঘসময় জুড়ে গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন কলিমুদ্দিন । জনপ্রিয় ব্যক্তি । কোনও ধরনের নেশা করতেন না। তাঁর সামাজিক জীবনে দুর্নিতী প্রশ্রয় পায় নি কখনও । সমাজ সেবাকেই বেঁচে থাকার লক্ষ্য ভাবতেন । তাঁর মৃত্যুর খবর পেয়ে রানিডাঙায় এলাকার হাজার হাজার মানুষ সমবেত হন তাঁর বাড়িতে এবং পরম শ্রদ্ধায় তাঁকে শেষ বিদায় জানিয়ে সমাধিস্থ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!