Advertisement
  • দে । শ
  • মে ২৫, ২০২২

বর্ষার আগেই ডেঙ্গি রুখতে তৎপর প্রশাসন। রাজ্যের ভরসা এবার নতুন অ্যাপ

আরম্ভ ওয়েব ডেস্ক
বর্ষার আগেই ডেঙ্গি রুখতে তৎপর প্রশাসন। রাজ্যের ভরসা এবার নতুন অ্যাপ

ছবি: সংগৃহীত ।

বর্ষা নামার আগেই আবহাওয়ার খামখেয়ালি পানায় দৌড়ে মাঝে মাঝেই ঝরছে বৃষ্টি । আর যত্রতত্র জল জমে বাড়ছে মশার উপদ্রব। মশাবাহিত রোগের মপ্রকোপ কমাতে তৎপর রাজ্য । ডেঙ্গি রুখতে প্রশাসনিক সহায়তার জন্য রাজ্যে চালু হল নতুন একটি অ্যাপ। পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠক সারলেন পুর ও নগরোন্নয়ন দফতর। বৈঠকে যোগ দিয়েছিলেন বাম পরিচালিত তাহেরপুরের পুরসভার চেয়ারম্যানও।

পুর নগরোন্নয়ন দফতর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে, তৈরি হয়েছে এই অ্যাপ। সাধারণ মানুষের জন্য নয়, এই অ্যাপ পুরোপুরি প্রশাসনিক স্তরে সাহায্যের জন্য। নতুনএই অ্যাপের সাহায্যে প্রশাসনিক কর্তারা অহরহ নজরদারি চালাবেন। কোন এলাকায় ডেঙ্গি পরিস্থিতি কেমন? কতজন ডেঙ্গি আক্রান্ত? কোথাও জল জমেছে কি না সবই দেখতে পাওয়া যাবে এই অ্যাপে।

ডেঙ্গি মোকাবিলায় কীভাবে প্রশাসন কাজ করবে, তার সামগ্রিক নির্দেশিকাও দেওয়া থাকবে এই অ্যাপে।মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে, অ্যাপের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।এদিনের বৈঠকে কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস বলেছেন, তাঁদের পুর এলাকায় ডেঙ্গি শনাক্তকরণ সেন্টার নেই। কলকাতা পুরসভার মতো, এমন একটি মেশিন নিজের এলাকার পেতে চাই । মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘আমি বলেছি নিজের টেকনিশিয়ান দিয়ে করলে, করুক।’
এদিনের পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সবকটি পুরসভার চেয়ারম্যান । বৈঠকে যোগ দিয়েছিলেন, রাজ্যের একমাত্র বাম পরিচালিত পুরসভার নদিয়ার তাহেরপুরের চেয়ারম্যানও।

শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেই ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে । প্রতি বছরই বর্ষার সময়টা বিভিন্ন পুর এলাকায় ডেঙ্গির দাপট বাড়ে। সারাবছর ধরেই মশা তাড়াতে কাজ করে বিভিন্ন পুরসভা ও রাজ্য সরকার। সচেতনতাও ছড়ানো হয়। কিন্তু কোনওসময়েই পুরোপুরি এড়ানো যায় না ডেঙ্গির প্রকোপ। বর্ষার আগেই ডেঙ্গির আশঙ্কা বাড়ে উত্তরবঙ্গে । কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ডেঙ্গির করাণে মানুষের প্রাণ নাশেরও খবর মেলে।


❤ Support Us
error: Content is protected !!