Advertisement
  • দে । শ
  • মার্চ ২১, ২০২৪

বহরমপুরে প্রচার শুরু পাঠানের, বহিরাগত তকমায় তুললেন মোদি প্রসঙ্গ

আরম্ভ ওয়েব ডেস্ক
বহরমপুরে প্রচার শুরু পাঠানের, বহিরাগত তকমায় তুললেন মোদি প্রসঙ্গ

জেলার কাউকে না পেয়ে বাইরে থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে এসেছে। ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার পর থেকেই তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। বহিরাগত প্রসঙ্গে এবার বিজেপি–র নরেন্দ্র মোদিকে টানলেন ইউসুফ পাঠানের।

বৃহস্পতিবার থেকে বহরমপুরে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বাইশ গজে যেমন আগ্রাসী মেজাজে ব্যাটিং করতেন, রাজনীতির মঞ্চেও তেমনই আক্রমণাত্মক। বহিরাগত প্রশ্নে এদিন সপাটে ব্যাট চালালেন। তাঁর মুখে উঠে এল নরেন্দ্র মোদির কথা। প্রধানমন্ত্রী প্রসঙ্গে ইউসুফ পাঠান বলেন, ‘‌আমি নিজেকে বহিরাগত মনে করি না। আমাকে দেখে কি আপনাদের বহিরাগত মনে হয়? বহিরাগতর সবথেকে বড় উদাহরণ হল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গুজরাতে জন্মেছেন। অথচ বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন। তাহলে আমার এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে সমস্যা কোথায়?‌’‌

রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ করলেও প্রাক্তন ক্রিকেটারের সামনে কাজটা যথেষ্ট কঠিন। তিনি মুর্শিদাবাদের মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন। পাঠান বলেন, ‘আমি দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছি। এখানকার মানুষের ভালবাসা পেয়েছি। আপনাদের হয়ে কাজের প্রতিশ্রুতি আমাকে এখানে নিয়ে এসেছে। আমি দেশের যে কোনও জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম। কিন্তু বাংলাকে আমি নিজের বাড়ি মনে করি। আমি এখানে থাকতে এসেছি। আপনাদের ভালবাসা, যা আমাকে এই নির্বাচনের মাধ্যমে দেখতে পাবে।’‌

এদিন কলকাতা থেকে প্রথমে বহরমপুরে তৃণমুলের জেলা কার্যালয়ে যান ইউসুফ পাঠান। সেখান থেকে টেক্সটাইল মোড়ে মঞ্চে ভাষণ দেন। জনসভা করা ছাড়াও একটা পদযাত্রাতেও অংশ নেন। এদিনের প্রচারে তাঁর সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, বহরমপুর পুরসভার চেয়ারম্যানসহ জেলার শীর্ষ নেতারা।

গতবছর অধীর চৌধুরির বিরুদ্ধে লড়াই করেছিলেন একদা তাঁর ছায়াসঙ্গী অপূর্ব সরকার। এবছর তাঁকে টিকিট দেয়নি দল। স্থানীয় কাউকে দাঁড় না করিয়ে বহরমপুর আসনে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বিদ্রোহী হয়েছিলেন হুমায়ুন কবীর। অভিষেক ব্যানার্জির নির্দেশে অভিমান ভুলে পাঠানের হয়ে তিনি প্রচারে নেমেছেন। এদিন পাঠানের সভায় চোখে পড়ার মতো ভিড় ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!