Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২, ২০২২

বিধানসভা ভোট ২০২২।লখনউতে বিজেপির তালিকায় ব্যাপক রদবদল।হাওয়া প্রতিকূল। ৯ আসনের প্রার্থী ঘোষিত।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা ভোট ২০২২।লখনউতে বিজেপির তালিকায় ব্যাপক রদবদল।হাওয়া প্রতিকূল।   ৯ আসনের প্রার্থী ঘোষিত।

গত নির্বাচনে নয় আসনের মধ্যে আটটিতে জিতেছিল বিজেপি। এবার ওই সব আসন নিয়ে জয় অনিশ্চিত । দীর্ঘ বৈঠকের পর আজ লখনউয়তে নয় আসনের প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। শহুরে মধ্যবিত্ত জাত-পাত ও ধর্মীয় সমীকরণে বিশেষ আগ্রহী নয় । তাদের কাছে রুটি-রুজির সমস্যাই প্রধান । প্রশ্ন উঠবে যোগী জমানায় কর্মসংস্থান কতটা বেড়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি কী? এসব প্রশ্নকে চাপা দিতেই বিজেপি প্রার্থী বদল করেছে ।

প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজেশ্বর সিংকে সরোজিনী নগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে । এই আসনে নজর ছিল মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী স্বাতী সিং এবং তাঁর স্বামী দয়াশঙ্কর সিং -এর ।লখনউ ক্যান্টনমেন্ট আসনে প্রার্থী করা হয়েছে প্রতিমন্ত্রী ব্রিজেশ পাঠককে । এই আসনে অপর্ণা যাদবকে হারিয়েছিলেন রীতা বহুগুনা ।

লখনউ পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে মন্ত্রী আশুতোষ ট্যান্ডনকে এবং লখনউ সেন্ট্রাল থেকে রজনীশ গুপ্তকে ।মর্যাদাপূর্ণ লখনউ আসনগুলোতে যে দল জিতবে তারাই সরকার গঠন করবে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রবল আশাবাদী কিন্তু জাতপাতের অঙ্কে উত্তর প্রদেশের রাজধানীতে তাদের ভীত শক্ত নয়। যোগী বিরোধী হাওয়া অনুকূলে, এটাই তাদের ভরসা। দ্বিতীয়ত, বূহতর লখনউতে সমাজবাদী পার্টির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী নাও দিতে পারে।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!