Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৩, ২০২২

বিলকিস বানু: ধর্ষকদের মকুব আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দারস্থ সাংসদ মহুয়া।

সম্প্রতি জাবজীবন দন্ডে দন্ডিত ১১ আসামীকে মুক্তি দিয়েছে গুজরাট সরকার। বিষয়টি নিয়ে দেশ জুরে মানবাধিকার কর্মীরা ক্ষুব্ধ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিলকিস বানু: ধর্ষকদের মকুব আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দারস্থ সাংসদ মহুয়া।

সংগৃহীত চিত্র

বিলকিস বানু মামলার আসামিদের মকুব আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র। মামলাটি নথিভুক্ত করার আর্জি জানিয়েছেন তিনি। দেশের সর্বোচ্চ আদালতের প্রধাণ বিচারপতি এনভি রমনার কাছে মহুয়ার আবেদনটি পেস করেছেন আইনজীবি অপর্ণা ভট্ট। মামলাটি তালিকাভুক্ত করা হবে, জানিয়েছেন বিচারপতি রমনা।
সম্প্রতি জাবজীবন দন্ডে দন্ডিত ১১ আসামীকে মুক্তি দিয়েছে গুজরাট সরকার। বিষয়টি নিয়ে দেশ জুরে মানবাধিকার কর্মীরা ক্ষুব্ধ।

ক্ষুব্ধ গুজরাট দাঙ্গার মহুর্তে গণধর্ষিতা বিলকিস বানুর পরিবার। চিহ্নিত অপরাধীদের যাবজ্জীবনে দন্ডাদেশ দিয়েছিল আদালত। কিন্তু স্বাধীনতার রজজয়ন্তী উপলক্ষে তাঁদের মুক্তি দেয় গুজরাট প্রসাশন। মুক্তির আদেশকে মেনে নিতে পারছেন না দেশের সচেতন সমাজ। বিষয়টি নিয়ে সরকারকে লাগাতার বিদ্ধ করছেন বিরোধীরা। অনুমান, উচ্চতর আদালতে আরও মামলা হতে পারে।


❤ Support Us
error: Content is protected !!