Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৮, ২০২২

দশ লক্ষ বেকারকে নীতিশের চাকরির অঙ্গীকার। প্রতিক্রিয়ায় জ্বলে উঠলেন নিঃসঙ্গ প্রশান্ত।

দশ লক্ষ বেকারকে নীতিশের চাকরির অঙ্গীকার। প্রতিক্রিয়ায় জ্বলে উঠলেন নিঃসঙ্গ প্রশান্ত।

চিত্র সংগৃহীত

আবার মুখ্যমন্ত্রী পদে বসেই বিহারের মখ্যমন্ত্রী নীতিশ কুমার সদর্পে আত্মবিশ্বাসের ভঙ্গিতে প্রতিশ্রুতি জাহির করলেন, এবার ১০ লক্ষ বেকারকে চাকরি দেব! মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতিতে জ্বলে উঠলেন তাঁর একসময়ের ভোট কৌশলী প্রশান্ত। প্রশান্তের বিদ্রুপে প্রতিহিংসার রাজনীতি ভেসে উঠছে। বলেছেন, আগেও এসব কথা বলেছেন আর.জি.ডি প্রধান। চাকরি দিতে পারেননি।

যাঁরা জাতীয় রাজনিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভালো কাহন সুনজরে দেখতে অভ্যস্ত নন, তাঁরা রটনা ছড়িয়ে বলতে শুরু করেছেন, মমতার পথে ছুটছেন বিহারের মুখ্যমন্ত্রী। অচিরেই ব্যার্থতা ফুটে উঠবে, ফুটে উঠবে গ্লানি চিহ্ন। এন ডি এ ছেড়ে লালু প্রসাদের জনতা দলের মন্ত্রী হবার সঙ্গে সঙ্গে, নীতিশকে কোনঠাসা করতে মরিয়া গেরুয়া শিবির। তারা রাস্তায় নেমে পড়েছে। মহাজোটের শক্তি বাড়লে তাঁদের সমূহ বিপদ।

বিরোধী শিবিরে মমতাযোগ যদি ঘটনাচক্রে ঘটে যায়, বিভাজনের রাজনীতি জোর ধাক্কা খাবে। বিষয়টি আপাত দৃষ্টিতে জটিল, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রশান্ত সুযোগ পেলে বি.জে.পি-এর দিকে ঝুঁকে যেতে পারে না। তাঁর উত্থানের ইতিহাসকে এধরণের সু্যোগ সন্ধান ছুঁয়ে আছে। গেরুয়া শিবিরের সঙ্গী হওয়া ছাড়া তাঁর বিকল্প কোথায়? কংগ্রেস আমল দিচ্ছে না। তৃণমূলেও ব্রাত্য। বিহারের মহাজোটেরও না পছন্দ। হয় একা কিংবা গেরুয়া সঙ্গী হয়ে তাঁকে লড়াই করতে হবে। প্রশান্ত আজ তলে তলে বড়ো অশান্ত। চিন্তার অস্থিরপ্তা তাঁকে ধোওয়া করছে। হঠাৎ গজিয়ে ওঠা নায়কের পেছনে ছুটছে অনিশ্চয়তা। বড্ড নিঃসঙ্গ মনে হচ্ছে বিহারের ভূমিপুত্রকে।


❤ Support Us
error: Content is protected !!