শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উদ্বুদ্ধ সমাজবাদী পার্টি নেতাকর্মীরা, জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সপা নেতা কিরন্ময় নন্দ। বললেন, ‘খেলা হবে’ স্লোগানের রেশ এবার উত্তরপ্রদেশে ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে হারাতে অখিলেশ যাদবরের সমর্থনে লখনউয়ে প্রচারে গিয়ে তাঁর দৃপ্ত বক্তৃতা জোরদার টনিকের মতো কাজ করছে । এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড়ো অ্যাডভান্টেজ । প্রথম দফার ভোটেই এর প্রভাব পড়বে । বিজেপিকে হারিয়ে সপাকে জেতাতে হবে—এই বার্তা নিছক স্লোগান নয়, দেশের জন্য এটি এক জরুরি অঙ্গীকার ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34