- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২২
মহারাজের নতুন ঠিকানা ! ৪৮ বছর পর বেহালা ছেড়ে মধ্য কলকাতায় সৌরভ

ফাইল ফটো ।
সৌরভের এত দিনের ঠিকানা ছিল বেহালার বীরেন রায় রোড। যাতায়াতের সুবিধার জন্য এ বার মধ্য কলকাতাকেই বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। বেহালার বাড়ি থেকে চলে আসছেন মধ্য কলকাতার এক বাংলোয়। ৪৮ বছরের বাস ওঠাচ্ছেন সৌরভ। ২৩.৬ কাঠা জমির উপর বাগান-সহ দোতলা বাংলোয় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানাকে নিয়ে উঠে আসছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক, সিএবি-র প্রাক্তন সভাপতি এবং বিসিসিআই-এর এখনকার সভাপতির এত দিনের ঠিকানা ছিল বেহালার বীরেন রায় রোড। সেই ঠিকানার সঙ্গেই এ বার যোগ হল নতুন ঠিকানা।
Sourav Ganguly's new home pic.twitter.com/vGigNQUqjZ
— Akash Kharade (@cricaakash) May 20, 2022
শহর কলকাতায় এই প্রথম নিজের বাড়ি কিনেছেন সৌরভ। বাংলোটি তিনি কিনেছেন ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিয়ানি এবং তাঁর ছেলে নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে। নতুন বাংলো কিনে সৌরভ বলেছেন, ‘নিজের বাড়ি কিনতে পেরে আমি খুশি। মধ্য কলকাতায় বাড়ি কিনলাম, কারণ এখান থেকে যে কোনও জায়গার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভাল। এটাও ঠিক, ৪৮ বছর যে বাড়িতে কেটেছে সেটা ছেড়ে আসা বেশ কঠিন।’
তবে নতুন বাড়িতে কবে থেকে থাকবেন, সেকথা এখনও জানাননি বিসিসিআই সভাপতি । সম্ভবত খুব তাড়াতাড়িই সৌরভ ঠে আসতে পারেন মধ্য কলকাতার নতুন ঠিকানায়। বেহালার বাড়ির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখবেন মহারাজ । তাঁর জীবনের প্রায় সব বড় অধ্যায়েরই সাক্ষী বীরেন রায় রোড।
❤ Support Us