Advertisement
  • ক | বি | তা
  • জানুয়ারি ১, ২০২২

দুটি কবিতা

কর্ন কাপুড়ি
দুটি কবিতা

চিত্র: অভিজিৎ রায়

| কর্ন কাপুড়ি |

বাঁচার কথা

বুকে আগুন জমিয়ে ঘুরতে থাকা
পৃথিবী তুমি,
শীতল সংলাপে মঞ্চ ধুয়ে দাও।
চোখ থেকে অন্ধকার নামে
আঁচল ভেজায়;আমের পাতায় শান্তিজল।
পৃথিবীর বুকে পৃথিবী কোটি কোটি,
তোমারই মতো বিচ্ছিন্নতার আগুন পোষে।
আকাশে দ্যাখো কত চোখের প্রতিচ্ছবি
তাকিয়ে তোমার দিকে।
আমাকে জন্ম দাও ঐ কোলে,
আমার তেষ্টা উথলে তোলো-
মৃত্যু-দন্ডে যেন মন্থন করি আকাশ
চিরে আনি আবার জীবন।

নদী ও সাগর

বুকের উপর বয়ে যায় স্রোত
আঘাতে আঘাতে পাথর।
যন্ত্রণায় ভেসে যায় নরম ঘর
বিচলিত ধারা নামে সাগরের বুকে,
মোহনায় এসে ‘মা’ হয় নদী।
নদী নারী সাগর পুরুষ।
ঢেউয়ে ঢেউয়ে সাগর-
কাছে টানে নদী,
দেয় মিলনের সুখ ;
সৃষ্টির জোয়ার ছুঁয়ে ফেলে চাঁদ।
পালনের ভার নদী তো বয়
বন্ধুর ঢালে বা সাগর তলে,
উঠে আসে রত্ন জীবনের নামে।
অবসরে রক্ত চেখে দ্যাখো –
নদী পাবে, সাগর পাবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!