- ক | বি | তা রোব-e-বর্ণ
- ডিসেম্বর ১১, ২০২১
গুচ্ছ কবিতা
চিত্র: বরুণ রায়
এবং ছাইপাঁশ
তখন বুঝি বৃষ্টি ছিল বৃষ্টি ছিল বৃষ্টি ছিল
সম্ভবত সেই দুপুরে কথার কথা সন্ধি দিলও
এখন ভাবি এমন কী কাজ সখ্য সে ভুল সময় নিল
ভাবনা ছেড়ে অবাক চোখে আবছা আলো জরুল তিলও
সেই যেখানে অন্ধ গলি কালোয় ভাসা একটু নীলও
ছোবল মারা কালনাগিনী উড়ুক্কু কে শকুন চিলও
হা হতাশায় শরীর পোড়ে কেউ বলেছে আগুন বিলো
দস্যু ঠোঁটে ইলশেগুঁড়ি নামতা পড়ে তিরতিরিল..
বৃষ্টি ছিল বৃষ্টি ছিল বৃষ্টি ছিল বৃষ্টি ছিল
ঠিক যেখানে আকাট কবি ঝুপঝুপিয়ে জন্ম নিল।
চার
এক
উহ্য রাখা থাক বিরহ প্ৰেমট্রেম নিরীহ ভয় যাহা সর্বনাশ
ও পথে যায় কারা আমি যে শতাধিক আলুনি ঘুম ঘুম জ্বর ঘনাস
দুই
অসুখ পিঞ্জরে সরলে নির্ভুল ঘুপচি ঘরে জ্বলা পাঁচপ্রদীপ
দাওরে বুক চিরে সংখ্যা বেহিসেবি কাঁসর মোচ্ছবে সাজ তো বীর
তিন
যা ছিল তোলা থাক যা হবে শেষমেশ যেখানে ভুখা দিল টালমাটাল
রিপুরা জমায়েত চলরে কাটি কাঠ হা হা হা আমি তুই হালমাচাল
চার
কাঁধেতে রুকস্যাক চশমা চুরচুর কালচে বিনা শ্রমে রক্তপাত
চলরে মেঘ জল আয়রে বিদ্যুৎ বৃষ্টি ঘোলা জলে শঙ্খনাদ ।
এয়ো
কিছুটা সভ্য যাপন পর্বে কিছুটা কারণ নখে
হিরোশিমা মেঘ আল্হাদি মোম বেড়েছি গলেছি ঝোঁকে
তোমার জন্য আতর এনেছি নিভিয়ে দিয়েছ ব্যস
তবু তো বোঝোনি স্বপ্নিল তারা পুরোনো বদভ্যাস
ছাই ছাই মন উবু বসা রোদ পিঠ সেঁকে বেঁচে থাকা
টুকটুকে চাঁদ আলতা পরেছে সিঁথি পথ আঁকাবাঁকা
বলতে বলতে শুনতে শুনতে ওমটুকু যাই ছুঁয়ে
চারুলতা প্রেম বালিশ ভেজালো পাশাপাশি এক দুয়ে
উড়ান
আরম্ভ সে কোথায় কবে শুরু না তার শেষ
অথৈ নদী বিষন্নতা মঘা বা অশ্লেষ
চলকে ওঠা সসম্ভ্রমে ইষ্ট বাড়ি ঘর
অধুনা কী বলব তাকে সামাল এলো ঝড়
ভাঙছে পার নষ্ট তীরে কুবোর ঠোঁটে কুব
শোনেনি কেউ অস্ফুটে মেয়ে আলতো ও নিশ্চুপ
বন্ধ ঘরে পাখনা মেলা বিম্বে এ কোন জন
শঙ্খ ভুলে রূপকথারা অযুত বর্ণন
মাঝের সেতু ডুব সাঁতারি কলমকালি স্রোত
পদ্যে সেঁকা পক্ষিরাজা ধুর্ত ও নির্বোধ।
❤ Support Us