Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৮, ২০২২

শ্রীলঙ্কার বন্দরে চিনের গোয়েন্দা জাহাজ। জয়শঙ্করের মনোভাবে ভারতের উদ্বেগ।

শ্রীলঙ্কার বন্দরে চিনের গোয়েন্দা জাহাজ। জয়শঙ্করের মনোভাবে ভারতের উদ্বেগ।

চিত্র সংগ্রহীত

শ্রীমঙ্কার বন্দরে হঠাৎ নোঙর ফেলেছে চিনের একটি গোয়েন্দা জাহাজ। জাহাজটির অবস্থান ভারতে নজর এড়াতে পারেনি। বিদেশ মন্ত্রী এস.জয়শঙ্কর বলেছেন, আমরা সতর্ক। চিনা জাহাজের উপস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ আর আগ্রহের যথেষ্ট কারন রয়েছে। শ্রী লঙ্কার সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে আছে।

সাম্প্রতিক সঙ্কটে ভারতের তাঁরা পাশে দাড়িয়েছে। চিন যথাসম্ভব নিসচুপ থাকে। রাজপক্ষের বিদার, নতুন শাসকের অভুথান আর গণবিদ্রোহ নিয়ে মাথা ঘামায়নি। চরম অর্থনৈতিক সঙ্কটের মূহূর্তে চিনের নৃশংস উদাসীনতা বিস্ময়কর।

যে-শাসক গোষ্ঠী, বলা উচিত, শাসক পরিবারকে নিজের প্রভাবাধীন রাখতে বেইজিং-এর কসরত প্রায় তুলনা রহিত, সে দেশকে, সে দেশের চিনমুখী শাসকদের ঝেড়ে ফেলতে বিলকুল সংশয়াচ্ছন্ন হয়নি। এবার শান্তি ফিরছে। শ্রীলঙ্কার দিকে ঝুঁকে পুনরায় সাঁতার কাটছে বেইজিংয়ের নৌবাহিনী। এর সর্বশেষ দৃষ্টান্ত, লঙ্কার বন্দরে চিনা গোয়েন্দা জাহাজের আকশমিক নোঙর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!