Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৯, ২০২২

সংবাদ সংস্থাকে বললেন গুলাম নবি: মোদি নির্দয় নন, নরম মনের মানুষ। রাহুল রাজনীতিতে অযোগ্য!

আজাদ সাক্ষাৎকারে দিল্লিতে বলছেন, আগে মোদিজিক আমার অমানবিক, নির্দয় মনে হত। এখন বুঝতে পারছি প্রধান মন্ত্রী অত্যন্ত নরম মানুষ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সংবাদ সংস্থাকে বললেন গুলাম নবি: মোদি নির্দয় নন, নরম মনের মানুষ। রাহুল রাজনীতিতে অযোগ্য!

চিত্র সংগৃহীত

কংগ্রেস ত্যাগের পর গুলাম নবি আজাদের মোদি প্রবণতা নিয়ে তাঁকে বারবার বিদ্ধ করছে কংগ্রেস। দিন দুয়েক চুপ ছিলেন গুলাম নবি। সোমবার মুখ খুললেন, কাশ্মীরি নেতা। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে দিল্লিতে বলছেন, আগে মোদিজিক আমার অমানবিক, নির্দয় মনে হত। এখন বুঝতে পারছি প্রধান মন্ত্রী অত্যন্ত নরম মানুষ। প্রসঙ্গত দৃষ্টান্ত পেশ করেছেন গুলাম নবি। আমি তখন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। যাত্রী ভর্তি বাসে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন বহু মানুষ। মোদিজি আমাকে ফোন করেন। আহতদের দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়ি। টিভিতে এ দৃশ্য দেখে নরেন্দ্র ভাই আমাকে আবার ফোন করেন। তিনি সন্তানহীন, কিন্তু মমতাহীন নয়। রাহুগান্ধী সম্পর্কে বলেছেন, ভাল মানুষ। কিন্তু রাজনীতির উপযুক্ত নন।

নতুন দল গঠন করতে চলেছেন গুলাম নবি। তাঁর প্রতি মোদিজির ‘দরদ’ সর্বজন বিদিত। রাজসভা থেকে অবসরগ্রহনের মুহুর্তে সজল উচ্চারণে প্রধানমন্ত্রী বলেছেন গুলাম নবিকে, আপনাকে অবসর নোট দেব না।

নরম মনের মোদিজির এই অঙ্গিকার স্বরন করে আর করিয়ে দিতে বলতে চাইছেন গান্ধী পরিবারের প্রাক্তন ঘনিষ্ঠ? কি বলতে চাইছেন, তিনি নিঃসঙ্গ নন। অবসর যাপন নয়, কারও কারও সমর্থনে দল গড়ে সক্রিয় থাকবেন রাজনীতিতে!


❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!