Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুন ৩০, ২০২২

সবকিছুই সম্ভব: সোনার চেইন নিয়ে যাচ্ছে পিঁপড়ার দল

আরম্ভ ওয়েব ডেস্ক
সবকিছুই সম্ভব: সোনার চেইন নিয়ে যাচ্ছে পিঁপড়ার দল

ছবি: টুইটার ।

মিষ্টির একটা কণা কিংবা খাবারের টুকরো পেলেই ছেঁকে ধরে পিঁপড়ার দল। ঘরের এখানে সেখানে এমন দৃশ্য চোখে পড়ে প্রায়ই। তবে সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিস্ময়কর ঘটনা দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, পিঁপড়ার দল সোনার মতো দেখতে একটি চেইন বয়ে নিয়ে যাচ্ছে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দ ওই ভিডিও শেয়ার করে টুইটে লেখেন, কালো পিঁপড়ার দল সোনার মতো দেখতে একটি চেইন পাথুরে পথে বয়ে নিয়ে যাচ্ছে। শেয়ার করা ওই ভিডিওতে ছোট্ট একটি ক্যাপশন জুড়ে দেন নন্দবাবু । তিনি লেখেন ‘খুদে সোনা পাচারকারীরা! প্রশ্ন হলো কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে?’ তবে ভিডিওটি পুরোনো। গত বছর ভিডিওটি ভাইরাল হয়।ভিডিওটি দেখে মনে হয়েছে, চলাফেরার সময় দেয়ালের ফাটল থেকে পিঁপড়ার দল সোনার চেইনটি সরিয়ে নিয়ে গেছে। বিস্ময়কর এই ভিডিও সামাজিকমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

ভিডিওটি ১ লাখ ৪৩ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। মজার মজার মন্তব্যও এসেছে ভিডিওর নিচে। একজন মন্তব্য করেছেন, প্রথমে জানা দরকার পিঁপড়াগুলো ছেলে না মেয়ে। যদি মেয়ে হয়, তাহলে তাদের সোনার চেইন নিয়ে উন্নতমানের জীবনযাপনের অধিকার আছে। আর যদি পুরুষ হয়, তাহলে আমাদের মামলা করার দরকার নেই। রাজ্য পুলিশই ঘটনাস্থলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।আরেকজন লিখেছেন, কিছুই অসম্ভব নয় সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিছু করতে পারি টিম স্প্রিট এবং টিম ওয়ার্ক আমাদের যেকোনো কিছু অর্জন করতে সহায়তা করবে।


  • Tags:

Read by: 61 views

❤ Support Us
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!