Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৩

হিথরো বিমানবন্দরে ভারতীয় অভিনেতার উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য, পাল্টা জবাব অভিনেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
হিথরো বিমানবন্দরে ভারতীয় অভিনেতার উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য, পাল্টা জবাব অভিনেতার

৭৪ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বর্ণ বিদ্বেষের অভিযোগ উঠল ব্রিটেনের বিমান বন্দরে। বন্দরের কর্মচারীদের অনভিপ্রেত মন্তব্যের যোগ্য জবাব দিলেন ভারতীয় অভিনেতা।

চলচ্চিত্র ও দূরদর্শনের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ সম্প্রতি টুইটারে তাঁর এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন । সেখানে তিনি হিথরো বিমানবন্দরে তাঁর সম্পর্কে বিমান কর্মীদের কুমন্তব্যের কথা জানান। তিনি বলেন বিমানবন্দরে তিনি পৌছানোর পর যখন তিনি তাঁর বিমান ধরবার জন্য বাইরে বেরিয়ে আসছেন সেই সময় কয়েকজন আধিকারিকের মন্তব্য তাঁর কানে আসে। তাঁদের প্রশ্ন কিভাবে তাঁর মত ব্যক্তিদের কাছ প্রথম শ্রেণির টিকিট থাকে। বিমান বন্দরের শ্বেতাঙ্গ কর্মীদের এই অবজ্ঞাসূচক প্রশ্নের প্রতিবাদে তিনি বলেন, তাঁরা ভারতবাসী বলেই তাঁদের পক্ষে সম্ভব বিমানের প্রথম শ্রেণির টিকিট কেটে যাতায়াত করা।

এই ঘটনার শেয়ার হতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। নেটিজেনরা কৌতুক অভিনেতার এই জবাবের প্রশংসা করেছেন। টুইটারে অনেকেই বলছেন মহাশক্তিধর দেশ হতে চলা ভারতকে তৃতীয় বিশ্বের দেশ বলে এখনও যারা মনে করেন তাদের এমন প্রত্যুত্তরই প্রাপ্য। নেট নাগরিকদের কারোর কারোর মন্তব্য ইংল্যান্ড সরকারের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। চাপে পড়ে বিমান বন্দর কর্তৃপক্ষ কর্মীদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতার কাছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!