Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ৬, ২০২২

কালীর মুখে জ্বলন্ত সিগারেট, লীনার পোস্ট সরাল টুইটার।নজর ঘুরিয়ে দিতেই কালীকে নিয়ে তরজা!

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীর মুখে জ্বলন্ত সিগারেট, লীনার পোস্ট সরাল টুইটার।নজর ঘুরিয়ে দিতেই কালীকে নিয়ে তরজা!

‘কালী’-পোস্টর নিয়ে বিতর্কের জেরে তথ্যচিত্রের নির্মাতা লীনা মণিমেকলেইয়ের পোস্ট সরিয়ে দিল টুইটার । লিনা কবি ও স্বপ্ল দৈর্ঘ্যের ছবি তৈরির জন্য পরিচিত । কানাডার আগা খান মিউজিয়াম ‘আন্ডার দ্য টেন্ট’ প্রজেক্টের জন্য ‘কালী’ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন তিনি । তারই এক প্রচার পোস্টারে কালীর মুখে জ্বলন্ত সিগারেট এঁটে দেওয়া হয় । এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়ে যায় তরজা। কেউ কেউ তথ্য চিত্রটি নিষিদ্ধ করে লিনার গ্রেফতারের দাবি জানাতে থাকে । বিপাকে পড়ে টুইটার । সম্প্রতি পোস্টারটি প্রত্যাহার করার সিদ্বান্ত নেয় বিশ্বখ্যাত মাইক্রো ব্লগিং সাইড । ইতিমধ্যে লিনার কালী পোস্টার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বাক পটুয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । জানা গেছে মহুয়ার অবস্থান ও মন্তব্যে তৃণমূল অসন্তুষ্ট। গতকাল কলকাতায় ইন্ডিয়া টু ডে-র আয়োজিত অনুষ্ঠানে মহুয়ার মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। এরপরই তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেল একটি সংবাদ পত্রকে বলেছেন,
মহুয়া মৈত্রের মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত । তৃণমূল কংগ্রেস তাঁর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের টুইট করে বলেছেন, মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল ও মাংস ভক্ষণকারী দেবীরূপে উপাসনা করা হয় না। যুগ যুগ ধরে তিনিঅশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছেন। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করার
দাবি জানাচ্ছি।

‘কালী’ তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা স্বতঃস্ফূর্ত নয়। আরোপিত বলে মনে হচ্ছে। নুপূর শর্মা যে ভাবে নিন্দিত আর সুপ্রিম কোর্টে ভৎসনা পেয়েছেন তা থেকে  নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে কায়েমি স্বার্থ সরব হয়ে উঠেছে। বিদ্বেষে আর সাম্প্রদায়িকতার অনুর্বর জমিতে বূক্ষরোপনের চেষ্টা করছে বিভেদকামীরা । এটাও দেশদ্রোহিতার আরেক চেহারা।  স্বামী বিবেকানন্দ বলেছিলেন,  যাঁরা বিদ্বেষ ছড়ায় এবং সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে বিকূত করতে্ চায়, তারা দেশপ্রেমিক নয় । তারাই দেশদ্রোহী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!