- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৬, ২০২৪
১৮তম লোকসভা নির্বাচনের শুরু ১৯ এপ্রিল। বাংলা সহ তিন রাজ্যে সাত দফায় ভোট
একই সঙ্গে চার রাজ্যে বিধানসভা ভোট, উপনির্বাচন ২৬ আসনে।ভোট গণনা ৪ জুন ।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হল৷ দেশের ১৮তম লোকসভা নির্বাচন হবে মোট সাত দফায় । ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি দেশের ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে । ভোট গণনা ৪ জুন ।
শনিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে বলেন, ১৯ এপ্রিলের পর দ্বিতীয় দফার ভোট হবে ওই মাসেরই ২৬ তারিখ, তৃতীয় দফায় ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট হবে ১ জুন । ২০১৯ এর মতো এবছরও পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে। উত্তর প্রদেশ ও বিহারেও ভোট এবার সাত দফাতেই । পাঁচ দফায় নির্বাচন হবে মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীরে। চার দফা নির্বাচন হবে মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড সহ আরও এক রাজ্যে।তিন দফায় ভোট হচ্ছে দুটি রাজ্যে। দুই দফায় ভোট হচ্ছে চারটি রাজ্যে।এক দফাতেই ভোট হয়ে যাচ্ছে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।
লোকসভা নির্বাচনের সঙ্গেই চার রাজ্যের বিধানসভা ভোট হবে। সেগুলি হল, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ।একইসঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট সহ ২৬ বিধানসভা আসনে উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই হবে ।যদিও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন নিরাপত্তা জনিত কারণেই জম্মু-কাশ্মীরের বিধনসভা ভোট অনুষ্ঠিত হবে লোকসভার পরেই।
রাজীব কুমার এদিনের সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘এটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এই দেশের গণতন্ত্রের উৎসব পালিত হবে৷ তবে প্রতিটি নির্বাচনই একটি পরীক্ষা, সেখানে কোনও গলদের স্থান নেই৷’ কমিশনার বলেন, আমাদের দেশে মোট ৯৬.৮ কোটি ভোটার রয়েছেন৷ ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র রয়েছে৷ এই নির্বাচনে মোট ৫৫ লক্ষ ইভিএম মেশিন ব্যবহৃত হবে৷ ১০০ বছরের বেশি বয়সের মোট ২ লক্ষ মানুষ ভোট যেমন দেবেন, তেমনই ১৮ থেকে ৩০ বছরের ভোটারের সংখ্যা প্রায় ২১ কোটি। মহিলা ভোটারের সংখ্যাও বেড়েছে অনেকটা৷ কোনও কোনও রাজ্যে এমনও দেখা গিয়েছে, পুরুষ ভোটারের সংখ্যার থেকেও বেড়ে গিয়েছে মহিলা ভোটারের সংখ্যা৷ প্রথম ভোট দেবেন ১.৮ কোটি মানুষ৷
১৬ মার্চ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সুষ্ঠ ও রক্তপাতহীন নির্বাচন পরিচালনা করতে জির টলারেন্স নীতির ঘোষণা আগেই করেছিল নির্বাচন কমিশন । ভোটারদের আস্থা অর্জনে অনেক আগে থেকেই এবার আধা সেনা মোতায়েন করা হবে । জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েনের দায়িত্ব দেওয়া হবে । সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছভাবে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের কাজ করার আহ্ববান জানিয়েছে নির্বাচন কমিশন ।
#WATCH | Delhi: Chief Election Commissioner Rajiv Kumar says “We are committed to give the nation a truly festive, democratic environment. The term of the 17th Lok Sabha is due to expire on 16th June 2024. The terms of the Legislative Assemblies of Andhra Pradesh, Odisha,… pic.twitter.com/2YjXDLEb8E
— ANI (@ANI) March 16, 2024
পশ্চিমবঙ্গে ১৯ এপ্রিল, প্ৰথম পর্বে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে । ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে । মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট ৭মে । তূতীয় দফা নির্বাচনের সময় বরানগর বিধানসভা আসনের উপনির্বাচন হবে । চতুর্থ দফায় বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল,বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট সহ আটটি আসনের লোকসভা নির্বাচন হবে ১৩ মে । পঞ্চম দফায় শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগে ভোট ২০ মে । পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর আসনে ভোট ২৫ মে । পয়লা জুন সপ্তম ও শেষ দফার ভোট হবে উত্তর ও দক্ষিণ
কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদমে । মুর্শিদাবাদের ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচনও একই দিনে ।
❤ Support Us