Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৫, ২০২২

২০ মিনিট লড়াই, সিপিআর করেও ওয়ার্নকে বাঁচাতে পারেননি বন্ধুরা

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে শেন-এর।

আরম্ভ ওয়েব ডেস্ক
২০ মিনিট লড়াই, সিপিআর করেও ওয়ার্নকে বাঁচাতে পারেননি বন্ধুরা

আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা শেন ওয়ার্ন । মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর। তিন বন্ধুর সঙ্গে তাইল্যান্ডের বিলাসবহুল বাড়িতে ছিলেন শেন ওয়ার্ন। সেখানেই শনিবার আচমকা মৃত্যু হয় তাঁর। ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় দেখে প্রায় ২০ মিনিট তাঁকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর বন্ধুরা। সিপিআর দেন। কিন্তু তার পরেও প্রাণে বাঁচানো যায়নি প্রাক্তন ক্রিকেটারকে।
তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, শনিবার এক বন্ধু রাত্রে খাওয়ার জন্য ওয়ার্নকে ডাকতে যান। তখন দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকেন তিনি। সবাই মিলে সিপিআর দেন। প্রায় ২০ মিনিট ধরে চেষ্টা করার পরেও সাড়া না পেয়ে অ্যাম্বুল্যান্সে খবর দেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে প্রথমে এমারজেন্সি ইউনিটের কয়েক জন কর্মী সেখানে আসেন। তাঁরা আরও ১০ থেকে ২০ মিনিট চেষ্টা করেন ওয়ার্নকে বাঁচানোর। তার পরে অ্যাম্বুল্যান্সে করে তাইল্যান্ডের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়ার্নকে। সেখানেও সিপিআর দেওয়া হয়। তার পরেই চিকিৎসকরা ওয়ার্নকে মৃত বলে ঘোষণা করেন।

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তাঁরা তাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ওয়ার্নের।
ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বের ক্রিকেট মহল । শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরন যেন মানতেই পারছেন না। বাইশ গঝের দূরত্বে তাঁদের মধ্যে কে ভালো স্পিনার এই নিয়ে চাপা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাঁরা একে অপরের ভালো বন্ধু। তাঁর বন্ধুর প্রয়াণে স্তব্ধ মুরলীধরন কিছুতেই মেনে নিতে পারছেন না বন্ধুর অসময়ে চলে যাওয়া। তিনি বলেছেন—আমি হতভম্ব। কী বলব কিছুই বুঝতে পারছি না। ওয়ার্ন খুব ভাল বন্ধু ছিল। কিংবদন্তি। ইতিহাসের অন্যতম সেরা হিসেবে মনে রাখা হবে ওকে। ওর মৃত্যুর বয়স হয়নি। যখনই দেখা হয়েছে ওকে খুব তরতাজা লেগেছে। এত তাড়াতাড়ি যাওয়ার কী ছিল।’’ ওয়ার্নের মৃত্যু ক্রিকেট বিশ্বের কাছে খুব বড় ক্ষতি বলেই মনে করেন মুরলী।

শোকস্তব্ধ সৌরভ, গাওস্কর ।ওয়ার্নের সঙ্গে দু’টি ছবি প্রকাশ করে সৌরভ লেখেন, ‘ভাবতেই পারছি না। ক্রিকেটের অন্যতম সেরা ওয়ার্ন। জীবন সত্যিই খুব অনিশ্চিত। তাই সবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। কোনও রকমের অবহেলা উচিত নয়।’
শোকস্তব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার গাওস্করও। তিনি বলেছেন, ‘আমি ভাবতেই পারছি না। ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের দুই সেরা ক্রিকেটার প্রয়াত হল। ওয়ার্ন লেগ স্পিনের মাস্টার ছিল। টেস্টে ৭০৮ উইকেট মুখের কথা নয়। ও জীবনে রাজার মতো করে বেঁচেছে। ক্রিকেটের অন্যতম সেরা চরিত্র ওয়ার্ন।’

ওয়ার্নের এ ভাবে মৃত্যুর পরে অনেকেই প্রশ্ন তুলছিলেন, এর মধ্যে কোনও রহস্য আছে কি না। কিন্তু তাইল্যান্ড পুলিশ জানিয়ে দিয়েছে, ওয়ার্নের মৃত্যুর মধ্যে কোনও রহস্য নেই।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!