- প্রচ্ছদ রচনা
- মার্চ ২৬, ২০২২
৩ মাস ফ্রি রেশন পরিষেবা, মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই যোগীর ‘উপহার’ ।

ইউপির মসনদের দায়িত্ব দ্বিতীয়বার গ্রহণের শপথ পাঠ অনুষ্ঠানের পরই বড় চমক দিলেন যোগী আদিত্যনাথ। শনিবার যোগী যোগী ক্যাবিনেটের প্রথম বৈঠক হয়। এরপরেই সাংবাদিক সম্মেলনে আদিত্যনাথ ঘোষণা করলেন, আগামী ৩ মাসে বিনামূল্যে রেশন প্রদান করা হবে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি যোগীরাজ্যের বাসিন্দারা।আগামী তিন মাস অর্থাৎ ৩০ জুন পর্যন্ত মিলবে ওই পরিষেবা। এদিন লখনউয়ের লোক ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। আর তারপরেই উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেন, ‘আরও তিন মাস বিনামূল্যে রেশন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেন্দ্র এবং রাজ্যে সরকারের মিলিত এই উদ্যোগ শুধুমাত্র সাধারণের হিতে।’
শুক্রবারই লখনউতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে। এছাড়াও পৌঁছেছিলেন নীতিশ কুমারের মতো পদ্ম শিবিরের জোটসঙ্গীরা।
যোগী আদিত্যনাথ ছাড়াও মোট ৫২ জন মন্ত্রী শপথ নিয়েছেন ওইদিন। ওই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন প্রায় ৮৫ হাজার দর্শক। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ১৮ জন সদস্য। ১৪ জনকে বিভিন্ন দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ‘জুনিয়র মন্ত্রী’ হিসেবে কর্তব্য পালনের সুযোগ পেয়েছেন আরও ২০ জন।
২০২৪ এর লোকসভা নির্বাচন সামনেই। তার আগে সুচারুভাবে মন্ত্রিসভা সাজিয়েছেন যোগী। মন্ত্রিত্ব ও দায়িত্ব ভাগ করার ক্ষেত্রে যাতে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সমান সুযোগ দেওয়া হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে গেরুয়া শিবির। দলিত, মুসলিম এবং শিখ সম্প্রদায়-সহ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিদেরও যোগীর নতুন মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।
❤ Support Us