শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বের অন্তত ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও এক চেহারা, যা সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। এই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট ‘বিএ.২’-আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের । যদি কেউ আগেই মৃদু উপসর্গসহ ওমিক্রন আক্রান্ত হয়ে থাকেন, তিনিও যে রেহাই পাবেন তার কোনও নিশ্চয়তা নেই।
ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার গবেষণায় এই নতুন তথ্য উঠে এসেছে । হু-এর বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে বলেছেন, ‘বিএ.২’ সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্ভাব্য রূপটি ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34