- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৬, ২০২৪
পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত কিশোর, জখম দুই। এলাকায় উত্তেজনা। ঘটনায় গ্রেফতার এক

আজ হুগলি জেলার পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হআরও দুই । আজ সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই এমন ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ।
স্থানীয়রা জানিয়েছেন, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল ওই কিশোরেরা। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়রা । শব্দ শুনে অকুস্থলে গিয়ে দেখেন ওই কিশোরেরা আহত অবস্থায় পড়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় একজন কিশোরের বাহাত জখম হয়েছে।একজনের পা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ওই তিন জনকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলী গ্রামীণ পুলিশ।
জানা গিয়েছে নিহত কিশোর বর্ধমানের পাল্লা রোডের রাজ বিশ্বাস (১১)। পান্ডুয়ায় মামাবাড়িতে ঘুরতে এসেছিল সে। বাকিরা হল, রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী। আপাত শান্ত এলাকায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে পারস্পরিক রাজনৈতিক দোষারোপ। বাম ও বিজেপি এই ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে।
বিজেপি নেত্রী এবং এ অঞ্চলের লোকসভা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে বলেছেন,’ গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের মৃত্যু চলছে। যে ভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে মানুষের উপর তৃণমূলের বিশ্বাস নেই। তারা বন্দুকের উপর, বোমার উপর বিশ্বাস করে ।কাউকে ছাড়া হবে না। তদন্ত হবে।’
সিপিএম নেতা তথা দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘বোমায় মৃত্যু হচ্ছে, প্রশাসন নিশ্চুপ। কারা এই বোমা মজুত করছে? পুলিশ কী করছে? এ বিষয়ে পুলিশ মন্ত্রী নিশ্চুপ কেন?’
সব মিলিয়ে ভোটের আবহে এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। এর আগে মুর্শিদাবাদেও ঘটেছে এমন ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে ।
পরে এই ঘটনায় নিজের স্ত্রীর বিরুদ্ধেই থানায় নালিশ জানান জখম হওয়া কিশোর রূপমের পিতা শুকদেব বল্লভ। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার জেড়েই নাকি রূপমের মা বোমা রেখেছিলেন। অজান্তে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। নিহত হয় ওক কিশোর সহ দুজন।তারপরই প্রাথমিক তদন্ত রিপোর্টে নাম থাকা ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরে সংবাদ মাধ্যমের সামনে বলেন, আহত কিশোরে পিতা শুকদেব থানায় জানিয়েছেন তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার স্ত্রী, পাঁচ মাস আগে অন্য একজনকে বিয়ে করে বিহারে চলে যান। এরপর তিনি মাঝে মাঝে পান্ডুয়ায় আসতেন ছেলের সঙ্গে দেখা করতে।শুকদেব বল্লভের প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ ।
❤ Support Us