Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৪

‌আবার অশান্ত মণিপুর। বিচ্ছিন্নতাকামীদের ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ১

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আবার অশান্ত মণিপুর। বিচ্ছিন্নতাকামীদের ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ১

এমাসের মধ্যেই যাতে কুকি–মেইতে সম্প্রদায়ের মধ্যে আপোষ–মীমাংসা করা যায়, তার চেষ্টা করছিল কেন্দ্রীয় সরকার। আপোষ তো দূরের কথা, নতুন করে মণিপুরে উত্তেজনা বেড়েই চলেছে। ৬ দিন আগেই ইম্ফল পশ্চিম জেলায় কুকি গোষ্ঠীর বিচ্ছিন্নতাকামীদের ড্রোন, বোমা এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে কাউতরুক গ্রামবাসীদের আক্রমণ করেছিল। এক মহিলাসহ ২ জন নিহত হয়েছিল। এবার মণিপুরে শুরু হল ক্ষেপনাস্ত্র হানা। জঙ্গিদের এই ক্ষেপনাত্র হানায় একজন পুরোহিত মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। মণিপুরে বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে ফিওয়াংবাম লেইকাই এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংহের বাড়ির কাছাকাছি ক্ষেপনাস্ত্র আছড়ে পড়ে। ক্ষেপনাস্ত্রর আঘাতে আর রে রাবেই নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিত মারা যান। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে এলাকায় ক্ষেপনাস্ত্র আছড়ে পড়ে, সেখানে মেইতে সম্প্রদায়ের একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

এই ক্ষেপনাস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি। এতটাই উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে, যা ৩ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারে। কারা এই ক্ষেপনাস্ত্র ছুড়েছে, পুলিশ এখনও অনুসন্ধান করে উঠতে পারেনি। তবে মেইতেইদের দাবি, কুকিরাই ওই ক্ষেপনাস্ত্র ছুড়েছে। কুকিরা অবশ্য মেইতেইদের দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আরাম্বাই টেঙ্গল বাহিনী এই ক্ষেপনাস্ত্র ছুড়েছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই অধ্যুষিত ওই এলাকায় আছড়ে পড়েছে। ক্ষেপনাস্ত্র হামলার পর থেকে মণিপুরে উত্তেজনা আরও বেড়েছে। কুকিদের এলাকা দখল করার জন্য পুলিশ ও মেইতেই বাহিনী অভিযান চালাচ্ছে। কুকিরা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে।

এই ক্ষেপনাস্ত্র হামলার প্রতিবাদে মণিপুরের রাজধানী ইম্ফলে বিভিন্ন সম্প্রদায়ের হাজার–হাজার মানুষ প্রতিবাদে সামিল হয়। আজও প্রতিবাদ দেখানো হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেইতেই যৌথ মঞ্চ কোকোমি জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই যৌথ মঞ্চ দাবি করেছে, ৫ দিনের মধ্যে কুকি জঙ্গিদের দমন করতে না পারলে রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!