শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ছবি: সংবাদ সংস্থা ।
তৃণমূলের উপপ্রধানকে খুনের অভিযোগ নিয়ে বীরভূমের রামপুরহাট এখনও অশান্ত। সোমবার রাতে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ‘খুন করা হয়ছিল’। সোমবার রাতভোর তাণ্ডব চলে ভাদু শেখকে গ্রাম বগটুইয়ে। বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা । বিরামহীন বোমাবাজি চলে । দমকল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১০ জনের জনের মৃত্যুর খবর মিলেছে । সোমবার রাতেই উদ্ধার হয় তিনটি দেহ । মঙ্গলবারে সাতটি । যদিও পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এ পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার হয়েছে। রামপুর হাটের গ্রামে যাচ্ছে ডিআইজি-সিআইডির নেতৃত্বে তদন্তকারি দল। সিটও গঠন করা হয়েছে ।
অভিযোগ, ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর অনুগামীরাই গ্রামে তান্ডব চালায়। বহু বাড়িতে আগুন লাগিয়ে দেয় । মঙ্গলবার গ্রামে পুলিস বিগ্রেড বসানো হয়েছে। দমকলের একজন আধিকারিক জানিয়েছেন, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34