Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২২, ২০২২

উপপ্রধানকে ‘খুন’-এর ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাটের গ্রামে রাতভোর দুষ্কৃতীদের তাণ্ডব । বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ। উদ্ধার ১০ অগ্নিদগ্ধ লাশ।

আরম্ভ ওয়েব ডেস্ক
উপপ্রধানকে ‘খুন’-এর ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাটের গ্রামে রাতভোর দুষ্কৃতীদের তাণ্ডব । বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ। উদ্ধার ১০ অগ্নিদগ্ধ লাশ।

ছবি: সংবাদ সংস্থা ।

তৃণমূলের উপপ্রধানকে খুনের অভিযোগ নিয়ে বীরভূমের রামপুরহাট এখনও অশান্ত। সোমবার রাতে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ‘খুন করা হয়ছিল’। সোমবার রাতভোর তাণ্ডব চলে ভাদু শেখকে গ্রাম বগটুইয়ে। বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা । বিরামহীন বোমাবাজি চলে । দমকল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১০ জনের জনের মৃত্যুর খবর মিলেছে । সোমবার রাতেই উদ্ধার হয় তিনটি দেহ । মঙ্গলবারে সাতটি । যদিও পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এ পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার হয়েছে। রামপুর হাটের গ্রামে যাচ্ছে ডিআইজি-সিআইডির নেতৃত্বে তদন্তকারি দল। সিটও গঠন করা হয়েছে ।

অভিযোগ, ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর অনুগামীরাই গ্রামে তান্ডব চালায়। বহু বাড়িতে আগুন লাগিয়ে দেয় । মঙ্গলবার গ্রামে পুলিস বিগ্রেড বসানো হয়েছে। দমকলের একজন আধিকারিক জানিয়েছেন, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!