- এই মুহূর্তে
- জানুয়ারি ১৪, ২০২২
তালেবান রাজত্বে আত্মগোপনে বিট্রিশ কাউন্সিলের ১০০ কর্মী

ব্রিটিশ কাউন্সিলের প্রায় ১০০ কর্মী আফগানিস্তানের নানা জায়গায় লুকিয়ে আছেন, তালিবানের ভয়ে । তাঁদের আশঙ্কা, প্রকাশ্যে বের হলেই কঠোর উৎপীড়ন আরম্ভ হবে। তালিবানের ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিক ও বিদেশে সংস্থার কর্মীরা আফগান ভূমি ছাড়তে থাকেন। যাঁরা পালাতে পারেন নি, তাঁরা আত্মগোপনে চলে গেলেন। বিবিসিকে ব্রিটিশ কাউন্সিলের একজন প্রাক্তনকর্মী জানিয়েছেন, ব্রিটিশ সংস্থাটির ১০০ কর্মী গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাইরের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিন্ন। প্রকাশ্যে বের হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ।
❤ Support Us