শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ব্রিটিশ কাউন্সিলের প্রায় ১০০ কর্মী আফগানিস্তানের নানা জায়গায় লুকিয়ে আছেন, তালিবানের ভয়ে । তাঁদের আশঙ্কা, প্রকাশ্যে বের হলেই কঠোর উৎপীড়ন আরম্ভ হবে। তালিবানের ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিক ও বিদেশে সংস্থার কর্মীরা আফগান ভূমি ছাড়তে থাকেন। যাঁরা পালাতে পারেন নি, তাঁরা আত্মগোপনে চলে গেলেন। বিবিসিকে ব্রিটিশ কাউন্সিলের একজন প্রাক্তনকর্মী জানিয়েছেন, ব্রিটিশ সংস্থাটির ১০০ কর্মী গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাইরের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিন্ন। প্রকাশ্যে বের হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34