Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ১৮, ২০২৪

সাধারণ নাগরিকদের হত্যা করছে নেতানিহায়ু, অভিযোগে উত্তর ইজরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
সাধারণ নাগরিকদের হত্যা করছে নেতানিহায়ু, অভিযোগে উত্তর ইজরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ

হিজবুল্লাহ এবং ইজরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। উত্তর ইজরায়েলকে লক্ষ্য করে দুদিন ধরে প্রায় ১০০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।

ইজরায়েলি সেনা কিছু রকেট প্রতিহত করতে সক্ষম হলেও বেশ কয়েকটি রকেট ভবনে আঘাত হেনেছে। এই রকেট হানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গল ও বুধবার, দুদিন ধরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এই হামলায় ৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিরিয়ার নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে। যদিও ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না।

হিজবুল্লাহ নেতা সঈদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেন, ‘‌ইজরায়েলি বাহিনী বেসামরিক নাগরিক হত্যা অব্যাহত রাখলে তারা ইজরাইলের নতুন নতুন এলাকায় হামলা চালিয়ে যাবে। ক্ষেপনাস্ত্র হামলা করবে।’‌ এরপরই উত্তর ইজরায়েলের সালভো, কিরিয়াত শেমোনাকে লক্ষ্য করে সাইরেন ঢেউ শুরু করে এবং প্রায় ৪০টি রকেট হামলা চালায়। আয়রন ডোম বেশ কয়েকটি রকেটকে বাধা দিলেও, কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর জানা যায়নি।

ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘর্ষ এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ইজরায়েলকে হুমকি দিয়ে নাসরাল্লাহ বলেছেন, লেবাননে প্রবেশ করলে ইজরায়েলি সেনাবাহিনীর সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে। লেবাননে সর্বাত্মক যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। গাজা যুদ্ধে তাদের সামরিক ক্ষমতা হ্রাস পেয়েছে।’‌ তবে ইজরায়েল জানিয়েছে, তারা বৃহত্তর অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ বলেছে, তারা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!