Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৪

রাজধানীতে বোমাতঙ্ক, ভুয়ো মেল দিল্লির ১০০ স্কুলে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে বোমাতঙ্ক, ভুয়ো মেল দিল্লির ১০০ স্কুলে

বোমতঙ্কে সরগরম রাজধানী। সকালবেলা আচমকাই একটি রহস্যময় মেল আসে  দিল্লির চানক্যপুরির সংস্কৃত স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুলসহ প্রায় ৬০টি স্কুলে।মেলে লেখা হয়েছে স্কুল চত্বরে বোমা রয়েছে। তড়িঘড়ি চত্বর খালি করতে নির্দেশ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ । ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড, দমকল বাহিনী । ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।

সকালে বোমা সংক্রান্ত মেল আসার পরেই মাদার মেরি স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় ।নয়া দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি টুইট করে জানিয়েছেন, ‘আমরা স্কুল এবং পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। এখনও পর্যন্ত কোনরকম বিস্ফোরক পদার্থ কোথাও পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষ উপযুক্ত সময়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।’

পুলিশের অনুমান কেউ মজা করার ছলে এই হুমকি মেল ছড়িয়েছে। তবুও সাইবার বিশেষজ্ঞরা মেলটির বিষয়ে তদন্ত চালাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে বাড়ি পাঠানো হয়েছে শিক্ষার্থীদের। প্রসঙ্গত উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলেও অনুরূপ বোমাতঙ্ক ছড়িয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!