Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৮, ২০২২

কাটোয়ার আনন্দ নিকেতনে আজ বসন্ত, শতবর্ষে উপনীত জীবিত কিংবদন্তি হরমোহন

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ার আনন্দ নিকেতনে আজ বসন্ত, শতবর্ষে উপনীত জীবিত কিংবদন্তি হরমোহন

আজ নিজের শতবর্ষ উদযাপনে যোগ দেবেন সমাজ সেবার যুগপুরুষ হরমোহন সিংহ, তাঁরই প্রতিষ্ঠিত ‘আনন্দ নিকেতন’। তাঁকে ঘিরে সকাল থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনাথ, শারীরিক আর মানসিক প্রতিস্পর্ধীরা প্রস্তুত। প্রণতি জানাবেন তাঁদের পরমাত্মীয়কে। হরমোহন সিং একসময় প্রত্যক্ষ রাজনীতি করতেন।১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত, সিপিআইএম এর বিধায়ক ছিলেন, কাটোয়া আসনের।পেশায় চিকিৎসক। রাজনীতিতে সর্বদা প্রশ্নমুখর। ১৯৯১ সালে সিপিএম তাঁকে দল থেকে বহিষ্কার করে দেয়। বহিষ্কৃত হবার পর আত্মবিশ্বাস আর রাজনৈতিক সত্তাকে ছড়িয়ে দেন সেবামূলক কাজকর্মে। কাটোয়ার খাজরডিহি পঞ্চায়েত এলাকায় গড়ে তুললেন বিশেষ চাহিদা সম্পন্ন বালক বালিকাদের জন্য ‘আনন্দ নিকেতন।’ সংশয়াচ্ছন্ন রাজনীতি শুরুতে নির্মানমুখর উদ্যোগকে সুনজরে দেখেনি। সন্দেহ করেছে। রুখতে চেয়েছে পারেনি। কালক্রমে সামাজিক অভিপ্রায় আর সাংগঠনিক কল্যানের মুখপাত্র হয়ে উঠলেন হরমোহন সিং। জীবনের ৯৯ বছর পেরিয়ে, শতবর্ষে পা রেখে তিনি সর্বার্থে বুঝিয়ে দিয়েছেন, নির্বিশেষের ইচ্ছাশক্তির সামনে তথাকথিত রাজনীতি অনেক অনেক তুচ্ছ।

ব্যক্তি জীবনে সুশূঙ্খল, সংযমী, স্বল্পাহারী আর কর্মক্ষেত্রে প্রকূতির উদার তাঁর হয়ে ওঠার স্বভাব। সমাজ সেবার পরিধি বিশেষ কোনো গন্ডীতে আবদ্ধ নয়। প্রান্তিক, চিরসুন্দর বাংলক বালিকাদের আশ্রয়াবাসকে ঘিরে গড়ে তুলেছেন বৃদ্ধাবাস আর প্রতিস্পর্ধীদের পুনর্বাসনের প্রশিক্ষণ কেন্দ্র। প্রাক্তন বিধায়ক, মন্ত্রী কান্তি গাঙ্গুলি ছাড়া এরকম মহৎকর্মের স্থপতিদের সংখ্যা বাংলায় খুব একটা প্রসারিত নয়।হরমোহন সিং শুধু সমাজ সেবার নয়, কাটোয়ারও অন্যতম রীপকার। বলেছেন আনন্দ নিকেতনের সম্পাদক সুব্রত সিংহ। পরিকল্পণা আর স্বপ্নের বাস্তবায়নে হরমোহনের স্বাভাবিক ধর্ম। এ ধর্মবোধে কর্ম আর মর্মের সংযোগ নিরবিচ্ছিন্ন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!