Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৭, ২০২২

উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে মৃত্যুমিছিল ! কুয়োয় পড়ে মৃত ১১, আহত ২ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে মৃত্যুমিছিল ! কুয়োয় পড়ে মৃত ১১, আহত ২ ।

উত্তরপ্রদেশের কুশীনগর জেলার একটি গ্রামে বুধবার রাতে বিয়েবাড়ি চলছিল। অনুষ্ঠানে অংশ নিয়ে গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছিলেন। হৈ-হুল্লোড়, নাচ-গানে গমগম করছিল অনুষ্ঠানস্থল। মজে যাওয়া কুয়ো চাঙড়ে ঢেকে অতিথিদের বসার ব্যবস্থা করেছিলেন বানির গূহকর্তা। হঠাৎ ঘটল অঘটন। একসঙ্গে অনেকজন মিলে সেখানে বসে বিয়ের অনুষ্ঠান দেখছিলেন। সেই সময়ই অতিরিক্ত ওজন নিতে না পেরে কুয়োর মধ্যে সেই চাঙড় ভেঙে পড়ে। সঙ্গেসঙ্গে পড়ে যান ১৩ জন। তাঁদের উদ্ধার করা হলেও ১১ জনের মারা যান। মৃতদের মধ্যে যেমন রয়েছেন মহিলা, শিশুও ।

কুশীনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন, কুয়োয় পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে চাঙড় ভেঙেই এই ঘটনা ঘটেছে। চাঙড়টি ওজন নিতে না পেরে ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!