Advertisement
  • দে । শ
  • মার্চ ২২, ২০২৩

আফগানিস্তান-পাকিস্তানে ভূমিকম্প । মৃত ১২, আহত দুই শতাধিক। প্রশাসনের অনুমান, বাড়তে পারে হতাহতের সংখ্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তান-পাকিস্তানে ভূমিকম্প । মৃত  ১২, আহত দুই শতাধিক। প্রশাসনের অনুমান, বাড়তে পারে হতাহতের  সংখ্যা

চিত্র : সংবাদ সংস্থা

হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে জোরালো ভূকম্পনের জেরে বিপর্যস্ত পাকিস্তান ও আফগানিস্তগানের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সংবাদ সংস্থার খবর, ভূমিকম্পে এখনও পর্যন্ত পাকিস্তানে ৯ জন মারা গিয়েছেন। আফগানিস্তানে ৩। আহত ২০০-এর বেশি। জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। উদ্ধারকার্য অব্যাহত। প্রশাসনের অনুমান, বাড়তে পারে হতাহতের সংখ্যা।

মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিট নাগাদ পাকিস্তানের সোয়াট উপত্যকা সহ বহু জায়গায় ভূমিকম্প দেখা দেয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যাচ্ছে,রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। ভূকম্পনের উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালার মাটির ১৮০ কিলোমিটার গভীরে। ইসলামাবাদ, কোয়েট্টা, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে।  গুজরানওয়ালা, শিয়ালকোট, কোট মোমিন, গিলগিট-বাল্টিস্তান, চকওয়াল প্রভৃতি অঞ্চলে কম্পনের ব্যপকতা বেশি।  প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়। আহত হয়েছেন  দুশোর অধিক। বহু জায়গায় আবাসন ভেঙ্গে পড়েছে। সেখানে আরো অনেক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ  শরিফ এব্যাপারে  বিপর্যয় মোকাবিলা দপ্তরকে দ্রুত উদ্ধারকার্যয চালাবার  নির্দেশ দিয়েছেন । কম্পনের প্রভাব পাকিস্তানের সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী আফগানিস্তান সহ কিরঘিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান,  তাজিকিস্তানেও পড়েছে। এমনকি, কেঁপে উঠেছে চিনের শিনজিয়াং এলাকাও। সেখানকার বাসিন্দারাও  আতঙ্কিত।

আফগানিস্তানের গত কাল পারসিকদের নওরোজ উৎসব উদযাপনের সময় ভূমিকম্প দেখা দেয়। তাই বহু মানুষ আতঙ্কে দিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে ছুটোছুটি শুরু করেন। সে কারণে  অনেকে আহত হন।   তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি জারি করে তাঁরা বলেছেন, আফগানিস্তানে যে তিন জন মারা গিয়েছেন তার মধ্যে রয়েছে এক শিশু। দেশের সীমান্তবর্তী লাঘমান প্রদেশের বাসিন্দা সে। প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্প হওয়ায়,বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে দেরি হচ্ছে।

বাদ যায়নি ভারত। গত কাল রাত্রি দশটা নাগাদ দিল্লি সহ জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের বিভিন্ন জেলাতে ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে। বহু জায়গায় দেখা যায় এলাকা বাসীরা বহুতল আবাসনের বাইরে বেরিয়ে এসেছেন। সামাজিক প্রচার মাধ্যমে প্রকাশিত ভিডিওয় দেখা যাচ্ছে বহু জায়গায় বাড়ি দুলছে। তাঁরা আতঙ্কে ইতস্তত ছুটে বেড়াচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, ভূমিকম্প স্থায়ী হয়েছিল ৪০ থেকে ৫০ সেকেণ্ড। জম্মু কাশ্মীরে মোবাইল পরিষেবা কম্পনের কারণে সাময়িকভাবে বিপর্যস্ত হয়েছে। তবে, এখন পরিস্থিতি স্বাভবিক। এছাড়া দেশে মৃত্যু বা বড়ো কোনো ক্ষয়ক্ষতির খবর আপাতত নেই।

 


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!