Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৩

‌রবিবার জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে ১২৫তম কলকাতা ফুটবল লিগ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রবিবার জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে ১২৫তম  কলকাতা ফুটবল লিগ

রবিবার শুরু হচ্ছে ১২৫তম কলকাতা ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে সন্ধে ৭টায় মুখোমুখি হবে ডায়মন্ডহারবার এফসি এবং সার্দান সমিতি। কিশোরভারতী স্টেডিয়ামে সন্ধে ৬টায় কলকাতা লিগের উদ্বোধন করবেন রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার শুরু হলেও জুলাইয়ের প্রথম সপ্তাহে মাঠে নামবে বড় ক্লাব।
আইএফএ প্রথমে জানিয়েছিল শুরুর দিকে মাঠে নামবে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কিন্তু দুই দল এখনও তৈরি নয়। তাই দুই প্রধানের ম্যাচ পিছিয়ে দিয়েছে আইএফএ। কলকাতার অন্য প্রধান মহমেডানও জুলাইয়ের প্রথম সপ্তাহে মাঠে নামবে।
আইএফএ–র ঘোষিত সূচি অনুযায়ী ৫ জুলাই মোহনবাগান সুপার জায়ান্টস মাঠে নামবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। পরের দিন ৬ জুলাই মহমেডান স্পোর্টিং খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে।
নিজেদের মাঠ তৈরি না হওয়ায় নৈহাটি স্টেডিয়ামে শুরুর দিকে লিগের ম্যাচ খেলবে মোহনবাগান। নিজেদের মাঠেই লিগ অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড। ১৩ জুলাই ইস্টবেঙ্গল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামবে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রেনবো অ্যাথলেটিক ক্লাব। ডার্বি ম্যাচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইস্টবেঙ্গল কলকাতা লিগের শুরু থেকে নিজেদের মাঠে খেলার সুযোগ পেলেও মোহনবাগান সুপার জায়ান্টসের অবশ্য সে সুযোগ হচ্ছে না। মোহনবাগানের মাঠ এখনও তৈরি নয়। মাঠ তৈরি হলে তবেই তারা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান কোনও বিদেশি ফুটবলার খেলাচ্ছে না। মূলত যুব দল নিয়েই কলকাতা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে, এবছর কলকাতা প্রিমিয়ার ডিভিশন সম্প্রচার করবে ‘‌‌ইনস্পোর্টস’‌। ওটিটি প্ল্যাটফর্মে লিগের ১৯৯ টা ম্যাচই দেখাবে। লিগের ম্যাচ দেখার জন্য insports.tv ‌অ্যাপ ডাউনলোড করতে হবে। খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা দিয়ে প্যাকেট সাবসক্রিপশন নিলে লিগের সব ম্যাচ দেখতে পাবে,পাশাপাশি ম্যাচের হাইলাইটসও দেখার সুযোগ থাকছে। তিন বড় ক্লাবের ম্যাচ দেখতে চাইলে ম্যাচ পিছু ১০ টাকার সাবস্ক্রিপশন নিতে হবে। আর ডার্বি দেখতে চাইলে দিতে হবে ২০ টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!