- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৪, ২০২৪
অস্কারে গেল “টুয়েলভথ ফেল”
দেশে দর্শকের মন ছুঁয়ে এবার অস্কারে গেল “টুয়েলভথ ফেল। বহু সিনেমা তৈরি হয় তবে সব সিনেমা দর্শকের মধ্যে জনপ্রিয়তা পায় না বা নিজের জায়গা করে নিতে পারে না। তবে ২০২৩ সালে বলিউডের বিধু বিনোদ চোপড়ার ছবি টুয়েভথ ফেল ইতিমধ্যেই দেশের দর্শকদের মন জয় করেছে। ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতার এই ছবি। মুক্তি পাওয়ার পর ৫২ দিন ধরে সিনেমা হলে ছবিটি চলছে, আয় করেছে প্রায় ২০ কোটি টাকা। বিশ্বজুড়ে ৬৬.৫ কোটি টাকা ইতিমধ্যে আয় করেছে টুয়েলভথ ফেল।
এই ছবিতে বিক্রান্ত ম্যাসি নায়ক মনোজ শর্মার ভূমিকায় অভিনয় করেছেন। একজন ১২ ক্লাস ফেল ছেলের আইপিএস অফিসার হওয়ার গল্প বলা হয়েছে এই ছবিতে। এবার এই ছবি যাচ্ছে অস্কারে।
এই ছবিটি হলে মুক্তির সময় জাঁকজমকপূর্ণ প্রচার না থাকলেও বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য পায়। ইতিবাচক সমালোচনাও জুটেছে এই ছবিটির কপালে। সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে প্রথমত ছবিটি মুক্তি পায়, তাছাড়া প্রায় ৬০০টি স্ক্রিনে মুক্তি পাওয়ায় খুব বেশি লোক ছবিটি দেখতেও পারেননি। তবে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি রিলিজ হওয়ায় ছবিটিকে লাখ লাখ দর্শকদের কাছে পৌঁছতে পেরেছে। যারা এই ছবিটি দেখতেও ভীষণভাবে আগ্রহী ছিলেন, অথচ কম সংখ্যক হলে চলার জন্য দেখতে পাননি, ওটিটিতে ছবিটি আসায় তারাও ছবিটি দেখার সুযোগ পায়।
টুয়েলভ ফেল ছবিটি সুপারহিট হয়েছে, এটা এখন নির্দিধায় বলা চলে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবিটির বিক্রান্ত ম্যাসির অভিনয়ের জন্য এবং একইসঙ্গে চিত্রনাট্যের পরিপক্কতায় এই ছবিটি অস্কারে স্বাধীন মনোনয়ন হিসাবেও জমা দেওয়া হয়েছে। খোদ অভিনেতা বিক্রান্ত ম্যাসি একটি অনুষ্ঠানে এই সংবাদটি নিশ্চিত করেছেন। এখন দেখার অস্কার দরবারে টুয়েলভথ ফেল নিজের জায়গা করে নিতে পারে কি না।
বিধু বিনোদ চোপড়ার টুয়েলভথ ফেল ছবিটি হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ২৭ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
❤ Support Us