- দে । শ
- মে ২৭, ২০২৪
তেলেঙ্গানায় ঘূর্ণিঝড় প্রাণ হারাল ১৩। রেমালে ছন্নছাড়া চারমিনার নগর

রবিবার রাত থেকে ক্রমাগত চলা বজ্রবিদ্যুতসহ প্রবল ব্ৃষ্টিতে তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৩ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশুও আছে । ঘূর্ণিঝড় রেমালের প্রভাবকেই এর জন্য দায়ী করা হয়েছে।
রাজধানী হায়দ্রাবাদ সহ বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের ফলে ১৩ জনের মৃত্যুর পাশাপাশি গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
শুধুমাত্র নাগারকুরনুল জেলাতেই সাতজনের মৃত্যু হয়েছে। হায়দ্রাবাদের বিভিন্ন অংশে ৪ জন এবং মেদক থেকে ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় নাগারকুরনুল, মেদক, রাঙ্গা রেড্ডি, মেদচাল মালকাজগিরি এবং নালগোন্ডা জেলায় প্রবল ধ্বংসলীলা চালায়। নাগারকুর্নুল জেলার তন্দুর গ্রামে একটি নির্মাণাধীন পোলট্রি ফার্মের চালা ধসে একই পরিবারের বাবা ও মেয়ে সহ চারজন মারা গেছেন । একই জেলা থেকে আরও ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
হায়দ্রাবাদের উপকণ্ঠে শামিরপেটে, একটি মোটরসাইকেলের ওপর গাছ উপর পড়ে গেলে দুইজন সওয়ারী প্রাণ হারিয়েছেন।মৃতেরা হলেন ধনঞ্জয় (৪৪) ও রামি রেড্ডি (৫৬)। হায়দরাবাদের হাফিজপেট এলাকায়, প্রবল ঝড়ের কারণে প্রতিবেশী বাড়ির ছাদের ইট মাথার ওপর পড়ে মহম্মদ রাশেদ (৪৫) এবং মহম্মদ সামাদ (৩) নামে দুজনের মৃত্যু হয়েছে। সামাদের বয়স মাত্র ৩।
মাহাবুবনগর, জোগুলাম্বা-গাদওয়াল, ওয়ানাপার্টি, ইয়াদাদ্রি-ভোঙ্গির, সাঙ্গারেড্ডি এবং ভিকারাবাদ জেলাতেও ঝড়-বৃষ্টির প্রভাবে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সব মিলিয়ে ঘুূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের জন্ জীবন রিীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ পূর্বের রাজ্যটিতে।
❤ Support Us