Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৪, ২০২২

দিল্লির নিরপেক্ষ অবস্থানের কূটনৈতিক জয়। ভারতসহ বিদেশি ছাত্রদের ফেরাতে ইউক্রেনে রাশিয়ার ১৩০ টি বাস ।

বেলগ্রেড থেকে দেশে ফেরার বিমান ধরবেন ভারতীয় পড়ুয়ারা।

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লির নিরপেক্ষ অবস্থানের কূটনৈতিক জয়। ভারতসহ বিদেশি ছাত্রদের ফেরাতে ইউক্রেনে রাশিয়ার ১৩০ টি বাস ।

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের নিরপেক্ষ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া। ইউক্রেনে আটকে পরা ভারতীয়দের ফেরাতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে । রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনে ১৩০টি বাস পাঠাচ্ছে মস্কো । সেখানে ভারতীয় এবং অন্যান্য দেশে যেসব নাগরিক নিজের দেশে ফিরতে পারছেন না, তাঁদের খারকিভ থেকে বের করে রাশিয়ার বেলগ্রেড এলাকায় নিয়ে যাওয়া হবে। ওখান থেকেই ভারতীয়রা দেশে ফেরার বিমানে উঠতে পারবেন ।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, ৮০ শতাংশ ভারতীয় ইউক্রেন ছেড়ে পাশের চার দেশে আশ্রয় নিয়েছেন। তাঁদেরও ফিরিয়ে আনা হবে। খারকিভে আটকে আছে প্রায় চার হাজার ছাত্র। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এ শহরে এখনও যুদ্ধ চলছে । পরিস্থিতি বিপজ্জনক। ছাত্রদের শহর ছাড়া সম্ভব নয়। ইউক্রেনের সাধারণ নাগরিকদের মনোভাবও বিরুদ্ধ। রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভারত ভোট দেয় নি । একারণে ইউক্রেনবাসীরা ভারতীয়দের শত্রু মনে করছে । উদ্বিগ্ন ভারত আটকে পড়া ছাত্রদের দেশে ফেরাতে রাশিয়ার সাহায্য চেয়েছিল । রাশিয়া ইতিবাচক সাড়া দিয়ে ১৩০ টি বাস পাঠাচ্ছে। এসব বাসে খারকভ এবং স্যামি থেকে ভারত এবং অন্যান্য দেশের পড়ুয়াদের ইউক্রেন থেকে সরিয়ে আনা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!