শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২০২১-২২ অর্থবর্ষে মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়। মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় করল রাজ্য আবগারি দফতর। গত বছরের থেকে ১০ শতাংশ বেশি আয় হলেও কোভিডের আগের সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি আয় করল রাজ্য। আবগারি দফতর সূত্রে খবর, এর মুনাফার ৩ ভাগের এক ভাগ দেশী মদ থেকেই আয় করেছে রাজ্য। বিদেশ থেকে আমদানি করা দেশী মদের দাম কমানোর ফলে বিক্রি বেড়েছে ২০০%, যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা। আবগারি দফতর যতটা মদ বিক্রির টার্গেট রেখেছিল, তার থেকে বেশি বাড়ল বিক্রি। সবথেকে বেশি বিক্রি হয়েছে বিদেশি মদের।
প্রসঙ্গত, এবার করোনার প্রকোপ কাটিয়ে রঙের উৎসবে মেতেছিলেন বঙ্গবাসী। গত দু’বছর সেই আনন্দে ভাটা পড়েছিল করোনাভাইরাসের কারণে। আর দোল উৎসবেও পাল্লা দিয়ে বিক্রি হয়েছিল মদ। এমনকী দোলের সপ্তাহে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার। আবগারি দফতরের হিসাব অনুযায়ী, দোলের সপ্তাহের চারদিনে বিপুল আয় বেড়েছিল।
আবগারি দফতর সূত্রে খবর, দোলের সপ্তাহে শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং শনিবার হোলি। আর বৃহস্পতিবার থেকেই সুরাপ্রেমীরা সংগ্রহ করে রেখেছিলেন মদ। আর তাতেই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। যদিও দোলের দিন, অর্থাৎ শুক্রবার বন্ধ ছিল মদের দোকান। একদিনে ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।
উল্লেখ্য, তার আগে ২০২১ সালের দুর্গাপুজো এবং বর্ষবরণেও রাজ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছিল। সূত্রের খবর, বড়দিন থেকে বর্ষবরণ থেকে এখনও পর্যন্ত প্রতিদিনের হিসাবে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা রাজ্যে । পুজো ও বড়দিনের সময় গোটা রাজ্যে প্রায় ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34