Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৯, ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে রিয়েল মাদ্রিদ, বিদায়ের মুখে ম্যান ইউ

আরম্ভ ওয়েব ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে রিয়েল মাদ্রিদ, বিদায়ের মুখে ম্যান ইউ

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে রিয়েল মাদ্রিদ। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে পর্তুগালের ব্রাগাকে ৩–০ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পৌঁছে গেল রিয়েল মাদ্রিদ। এই নিয়ে টানা ২৭ বার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল স্পেনের এই ক্লাবটি। যা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড। ১৯৯৬–৯৭ মরশুমে শেষবার তারা নক আউট পর্বে খেলার সুযোগ পায়নি। আসলে ওই বছরের আগের মরশুমে লা লিগায় ষষ্ঠ স্থান অর্জন করায় সেই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হয়নি।

এদিন ব্রাগার বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছিল রিয়েল মাদ্রিদ। ওয়ার্ম আপ করতে গিয়ে চোট পান দলের প্রধান গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তাঁর পরিবর্তে মাঠে নামতে হয় ইউক্রেনের আন্দ্রে লুনিনকে। শুরুতেই তিনি পেনাল্টি বাঁচিয়ে দলের পতন রোধ করেন। এদিন ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি পেয়েছিল ব্রাগা। ডানদিকে ঝাঁপিয়ে সেই পেনাল্টি আটকে শুরুতেই দলকে বড়সড় ধাক্কার হাত থেকে রক্ষা করেন লুনিন।

শুরুর ধাক্কা থেকে বেঁচে ম্যাচের ওপর ক্রমশ জাঁকিয়ে বসে রিয়েল মাদ্রিদ। ২৭ মিনিটের মাথায় রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ম্যাচের প্রথমার্ধে খেলার ফল থাকে ১–০। দ্বিতীয়ার্ধেও রিয়েল মাদ্রিদের আধিপত্য বজায় ছিল। ৫৮ মিনিটের মাথায় রিয়েল মাদ্রিদের হয়ে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। এরপর ম্যাচের ৬১ মিনিটে রিয়েলের হয়ে তৃতীয় গোলটি করেন রডরিগো।

রিয়েল মাদ্রিদের রেকর্ডের দিনে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। খারাপ সময়ের মধ্যে এগিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪–৩ ব্যবধানে হারিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। ৩০ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে গিয়েও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ৩ মিনিটেই ম্যানচেস্টারকে এগিয়ে দেন রাসমুল হইলুন্ড। ২৮ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ৪২ মিনিটে বড় ধাক্কা খায় ম্যানচেস্টার। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান দলের সেরা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড।

রাশফোর্ডের বেরিয়ে যাওয়ার ধাক্কা সামলাতে পারেনি ম্যানচেস্টার। ৪৫ মিমিটে মহম্মদ ইলিয়োনুসু কোপেনহেগেনের হয়ে ব্যবধান কমান। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিয়েগো গঞ্জালভেস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টারকে আবার এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ। ৮৩ মিনিটে সমতা ফেরান লুকাস লেরাগার। ৮৭ মিনিটে গোল করে ম্যানচেস্টারের নক আউটে ওঠার কাজ কঠিন করে দেন রনি বার্ডঘিজি। গ্রুপে ৪ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে সবান নিচে রয়েছে ম্যানচেস্টার। ১২ পয়েন্টে শীর্ষে বায়ার্ন মিউনিখ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!