- বি। দে । শ
- মে ১৩, ২০২৪
রুশ বহুতলে ইউক্রেনের হানা, নিহত ১৫ আবাসিক।মার্কিন সহায়তায় শক্তি বাড়ছে জেলনেস্কির

ইউক্রেনের মিসাইল আক্রমণে হুরমুড়িয়ে ভেঙে পড়ল রাশিয়ার বেলগোরোদের একটি বহুতলের একাংশ। রাশিয়ার আপদকালীন দফতর এক বিবৃতিতে জানিয়েছে অন্তত ১৫ জনের মৃত্যুর হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ২ শিশুসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ১২ মে, রবিবার।
বেলগোরোড এবং এর শহরতলিতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ব্যাপক গোলাগুলির শুরু করে। তোচকা-ইউ নামক একটি ক্ষেপণাস্ত্র ওই দশ তোলা আবাসনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এর একটি অংশ ভেঙে পড়ে।রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডে ধসে পড়া ১০ তলা আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ওই ক্ষতিগ্রস্ত আবাসনটিকে দেখা যাচ্ছে।পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলার নিন্দাও করেন তিনি।রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, দেশটির বিমান বাহিনী বেলগোরোডে আক্রমণকারী বেশ কিছু রকেটকে এবং কিছু ড্রোনকেও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র সাহায্যের আবেদন করছেন। বাইডেন প্রশাসন সামরিক শক্তি জোগানোর আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই। ৪০০ মিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্রের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। এই প্যাকেজে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদ-সহ বিভিন্ন অস্ত্রশ্রস্ত্র প্রদান করা হচ্ছে, যার মধ্যে থাকছে প্রায় দেড় কোটি গোলাগুলিও। এছাড়াও সাঁজোয়া গাড়ি, শক্তিশালী জাভেলিন মিসাইল, বিপুল পরিমাণ গ্রেনেডও দিচ্ছে। মনে করা হচ্ছে, হোয়াইট হাউসের তরফে সাহায্য পেয়েই আবার আক্রমণের মাত্রা বাড়াচ্ছে ইউক্রেন।
❤ Support Us