Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৩

১২ জুন পাটনায় বিরোধী দলের বৈঠকে অংশ নেবে ১৬টি দল, বৈঠকে না থাকার প্রবল সম্ভাবনা রাহুল, খাড়গের

আরম্ভ ওয়েব ডেস্ক
১২ জুন পাটনায় বিরোধী দলের বৈঠকে অংশ নেবে ১৬টি দল, বৈঠকে না থাকার প্রবল সম্ভাবনা রাহুল, খাড়গের

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার লক্ষ্যে ১২ জুনের পাটনার বিজেপি বিরোধী জোটের প্রথম বড় বৈঠকে কি তাল কাটতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার সহ বেশ কয়েকজন নেতা ১২ জুনের পাটনার বিজেপি বিরোধী জোটের বৈঠকে উপস্থিতি নিশ্চিত করলেও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন  খড়গে এবং রাহুল গান্ধীর অন্য পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য তাঁরা এই বৈঠকে হাজির থাকতে পারছেন না বলেই খবর, তবে কংগ্রেস এই বৈঠকে প্রতিনিধি পাঠাতে পারে।

বিজেপির বিরুদ্ধে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করার এই জন্য প্রথম বিরোধীদের বৈঠকে ১৬ টি দল তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। যদিও সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুজনের পূর্বনির্ধারিত কাজ থাকার জন্য  জনতা দলের (এস) নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্ধারিত এই বৈঠকের আহ্বানে তাঁরা সারা দিতে পারছেন না। এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, তাহলে কি কংগ্রেস এই বৈঠক এড়িয়ে যাচ্ছে? বিজেপি বিরোধী জোটে কি যত্নবান নয় কংগ্রেস?

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, কংগ্রেস চেয়েছিল ১২ জুন বৈঠকটি  না হয়ে ২৩ জুন পর্যন্ত বৈঠক স্থগিত করা হোক। তবে এমন একটি তারিখ পাওয়া যাচ্ছিল না যেদিনটি সবার জন্য সুবিধাজনক। কিন্তু এই পরিস্থিতিতে সবকটি দল যাতে আসতে পারেন  এমন একটি তারিখ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছিল। তবে কংগ্রেসের এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি।

তবে কংগ্রেস আশ্বাস দিয়েছে যে তারা তাদের একজন নেতাকে বৈঠকে পাঠাবে। জনৈক শীর্ষ বিরোধী জোটের নেতা কটাক্ষ করে বলেন,  “কংগ্রেস যদি প্রমাণ করতে চায় যে  বিরোধীদের ঐক্যের নিয়ে তারা চিন্তা করে, তাহলে  খাড়গে  এবং রাহুল গান্ধীর অনুপস্থিতিতে কোনও কংগ্রেস শাসিত রাজ্যের  মুখ্যমন্ত্রীদের একজনকে এই বৈঠকে পাঠাতে হবে হবে।”

এদিকে জানা যাচ্ছে,  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) শীর্ষ নেতা  শরদ পাওয়ার ১২ জুনের বৈঠকে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

যদিও ১২ জুনের এই বিরোধী জোটের  বৈঠকটি  একটি প্রাথমিক বৈঠক, বিরোধীরা প্রতিটি লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে লড়তে একের বিরুদ্ধে এক প্রার্থী করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিতেই এই বৈঠকে বসতে চলেছে। দিল্লিতে নীতিশ কুমার  এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে পূর্ববর্তী বৈঠকে রাহুল গান্ধী বিজেপিকে মোকাবেলা করার জন্য মূল জোটের বিষয়কে চিহ্নিত করে একটি সাধারণ অবস্থানে পৌঁছতে  “চিন্তন শিবির” করার পরামর্শ দিয়েছিলেন। রাহুল.গান্ধী চেয়েছিলেন যে সমস্ত বিরোধী নেতারা দিল্লিতে তিন থেকে চার দিনের জন্য একত্রে বসে মতাদর্শগত এবং রাজনৈতিক পার্থক্যগুলি সমাধানের জন্য বিশদে আলোচনা করুক।

এদিকে জনৈক কংগ্রেস নেতা বলেছেন, আমাদের অনেক দফা বৈঠক হবে, একের সঙ্গে এক এবং বৃহত্তর দল উভয়েই আরও বৈঠক হবে।অভিযোগ, গত তিন মাস ধরে জোটের নেতৃত্ব  রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গের সঙ্গে দেখা করার তারিখ পাননি। কেননা রাহুল, মল্লিকার্জুন কেউই ইতিবাচক সাড়া দেননি। তবে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অধ্যাদেশের বিরুদ্ধে দেখা করে কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে সম্মতি পান। বিজেপি বিরোধী জোটের পক্ষে এটা একটি ইতিবাচক দিক বলে জোটের নেতারা মনে করছেন, কেননা তাদের বক্তব্য এর আগে প্রায় তিন মাস ধরে রাহুল গান্ধী বা খাড়গের সঙ্গে দেখা করতে চেয়ে এই দুই কংগ্রেস নেতার কাছ থেকে কোনও ইতিবাচক সারা পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে এটা নিশ্চিত যে ১২ জুনের বিজেপি বিরোধী জোটের প্রথম বড় বৈঠকে রাহুল, খাড়গে থাকার সম্ভাবনা ক্ষীণ।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, আমি নীতীশজিকে জানিয়ে দিয়েছি, আমি ১২ জুন পাটনার বৈঠকে যাচ্ছি। দিল্লিতে বৈঠক না করার কারণ দিল্লির বৈঠক ফলপ্রসূ হয়নি। জয়প্রকাশ নারায়ণ আগে পাটনা থেকে জোটের যাত্রা শুরু করেছিলেন। এ ছাড়া সব আঞ্চলিক দল আছে এই জোটে , তাই দিল্লিতে না হয়ে বিভিন্ন রাজ্যে এই বৈঠক করা যেতেই পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!