- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৪, ২০২৩
১৬ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় মহিলা তীরন্দাজ অদিতি গোপীচাঁদ

মাত্র ১৬ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় মহিলা তীরন্দাজ অদিতি গোপীচাঁদ। মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ তীরন্দাজির বিশ্বকাপের তিন নম্বর পর্যায়ে যোগ্যতা রাউন্ড পর্বে ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিকো অ্যারেওলার রেকর্ড।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পয়েন্ট স্কোর করেছেন অদিতি গোপীচাঁদ। লিকো অ্যারোওলার আগের রেকর্ড ছিল ৭০৫ পয়েন্ট। মে মাসে অ্যারেওলা এই রেকর্ড করেছিলেন। অ্যারিওলার রেকর্ড ভেঙে খুশি অদিতি গোপীচাঁদ। তাঁর বিশ্বাসই হচ্ছে না বিশ্বরেকর্ড গড়েছেন। রেকর্ড ভাঙার পর গোপীচাঁদ বলেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে বিশ্বরেকর্ড গড়েছি। বিশ্বকাপে এরকম স্কোর করতে পারব, আশা করিনি। সত্যিই খুব ভাল লাগছে।। মাত্র ১৬ বছর বয়সেই এই স্কোর করতে পেরে আমি দারুণ খুশি।’
আর এক প্রতিভাবান ভারতীয় তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনামও যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ৭০৮ পয়েন্ট নিয়ে জ্যোতি সুরেখা যোগ্যতাঅর্জন পর্বে দ্বিতীয় স্থান লাভ করেছে। এছাড়া পারণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করেছে। আর অবনীত কৌর ৬৮৪ পয়েন্ট পেয়ে ২৮তম স্থান অর্জন করেছে। যোগ্যতাঅর্জন পর্বে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলও দুর্দান্ত পারফরমেন্স করেছে। ভারতীয় দলের মোট সংগৃহীত পয়েন্ট ২১১৯। কম্পাউন্ড দলে ছিল জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি গোপীচাঁদ আর পারনীত কৌর।
পুরুষদের কম্পাউন্ড বিভাগে যোগ্যতা অর্জন পর্বে প্রাক্তন বিশ্বকাপ চ্যাম্পিয়ন অভিষেক ভার্মা ভারতীয়দের মধ্যে সেরা স্থানে রয়েছেন। ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেছে অভিষেক ভার্মা। অন্যদিকে ওজস প্রবীণ দেওভালে ৭০৩ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে শেষ করেছে। আর প্রমথেশ সমাধান ১ পয়েন্ট কম নিয়ে ১৯তম স্থানে শেষ করেছে। ৬৯৮ পয়েন্ট নিয়ে রজত চৌহান ২৮তম স্থানে বাছাই পর্বে শেষ করেছেন। ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দল দ্বিতীয় স্থানে শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় কম্পাউন্ড দলের সংগ্রহ ২১১২ পয়েন্ট। ভারতীয় পুরুষ কম্পাউন্ড দলে ছিল অভিষেক ভার্মা, ওজস প্রবীণ দেওভালে এবং প্রমথেশ সমাধান।
❤ Support Us