Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মার্চ ৯, ২০২৩

সমুদ্রগর্ভে ১৭১ ট্রিলিয়ন প্লাস্টিক, বিপন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্র। হাল ফেরাতে প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা বিজ্ঞানীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
সমুদ্রগর্ভে ১৭১ ট্রিলিয়ন প্লাস্টিক, বিপন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্র। হাল ফেরাতে প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা বিজ্ঞানীদের

চিত্র : সংবাদ সংস্থা

প্রাত্যহিক জনজীবনে প্লাস্টিক বা প্লাস্টিকজাত পণ্য অত্যন্ত অপরিহার্য  সামগ্রী। কিন্তু বর্তমানে সেই পণ্য  মানুষ ও অন্যান্য জীবজন্তুর জন্য সংকটের বার্তা বহন করে আনছে। বহু প্রাণীর প্রাণহানির কারণ হয়ে উঠছে প্লাস্টিক। বিশেষত, সমুদ্রের জলে বর্জ্য নিক্ষেপের কারণে বিপদাপন্ন সামুদ্রিক প্রাণিদের কয়েকশো প্রজাতি। একটি বৈজ্ঞানিক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্ব জুড়ে বিভিন্ন সমুদ্রে ছোটো বড় মিলিয়ে ১৭১ ট্রিলিয়ন প্লাস্টিক আছে। যা যথেষ্ট চিন্তার ও উদ্বেগের।

সমীক্ষকরা ১৯৭৯ সাল থেকে বিভিন্ন সমুদ্রের  উপাদানের তথ্য সংগ্রহ করেছেন।  তাতে তাঁরা দেখেছেন ২০০৫ সাল থেকে  ২০১৯ সালের মধ্যে প্লাস্টিকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি হয়েছে। উপযুক্ত ব্যবস্থা না নিলে  সংখ্যাটা  ২০৪০ সালের মধ্যে তিন গুণ ছাড়িয়ে যেতে পারে  বলে অনুমান করা হচ্ছে।  

প্লাস্টিকের পরিমাণ বাড়লে মারা যাবে বিভিন্ন  সামুদ্রিক প্রাণী যেমন তিমি, বিভিন্ন মাছ ও কচ্ছপরা। শুধু তাই নয়,  চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে  এদের একাধিক প্রজাতি।  বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্জ্য পদার্থ রূপে  ফেলা প্লাস্টিকগুলো এরা নিজেদের শিকার  হিসেবে খেয়ে নেয়। কিন্তু যেহেতু এটা হজম করা সম্ভব নয়, তাই তা তাঁদের পাকস্থলীতেই আটকে যায়। দিনকয়েকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পরে তারা। 

শুধুমাত্র  জীবজন্তুরাই নয়, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব পরে মানুষের শরীরেও ।  যে জল পান করা হচ্ছে  , তার মধ্যেও ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিকের টুকরো থাকতে পারে যা মানুষের ফুসফুস , শিরা ও গর্ভাশয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, সমুদ্রের জলে থাকা মাইক্রোপ্লাস্টিক  মানুষ ও জীবজগতের  কতটা ভয়াবহ ক্ষতি্সাধন করতে পারে, এসম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য হাতের সামনে নেই। এ ব্যপারে আরো বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন। কিন্তু জীবজগতের ক্ষতি আটকানোর একমাত্র উপায় প্লাস্টিক জাত পণ্যের ব্যবহার কমিয়ে আনা বা বন্ধ করে দেওয়া। বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত  একাধিক পরিবেশ সম্মেলনে প্লাস্টিক জাত বর্জ্যের সমস্যার নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু প্লাস্টিকের ব্যবহার কমেনি বা বন্ধ হয়নি।আসলে প্রয়োজন গ্রহণযোগ্য বিকল্পের যা সহজেই ব্যবহারের পর নষ্ট করা যায় বা পুনর্ব্যবহার করা যায় । তা নাহলে শুধুমাত্র একাধিক সম্মেলন, প্রস্তাব গ্রহণ ও আইন পাশ করে প্লাস্তিকের ব্যবহার আটকানো সম্ভব হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!