- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ২৮, ২০২৩
জাল ওষুধ ঠেকাতে কড়া কেন্দ্র। দেশের ২০ জায়গায় অভিযান, বাতিল ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স
নিম্ন মানের ওষুধ তৈরির অভিযোগে ১৮ টি ওষুধ প্রস্তুকারক সংস্থার লাইসেন্স বাতিল করল ভারতীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা। দীর্ঘ দিন ধরে ভেজাল ওষুধের কারবার চালাচ্ছিল ওই কম্পানি গুলো। শুধু তাই নয় বিদেশেও জাল ওষুধ পাঠাচ্ছিল তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে সূত্রে খবর, ছাড়পত্র বাতিলের সঙ্গে সঙ্গে ২৬ টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত জবাব না পেলে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।
ভারতে তৈরি ভেজাল ওষুধ খেয়ে মৃত্যু হচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ, এ নিয়ে কেন্দ্রের কাছে সম্প্রতি বহু অভিযোগ জমা পড়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেই অভিযোগের ভিত্তিতেই শুরু করে তদন্ত। বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কে । কেন্দ্রীয় নিয়ামক আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে, অধিকাংশ সংস্থাই হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ উত্তরাখণ্ড থেকে পরিচালিত হত। যার মধ্যে ২৬ টিতে নিম্ন মানের ওষুধ তৈরির প্রাথমিক প্রমাণ মেলায় তাঁদের শোকজের নোটিশ ধরান ড্রাগ কণ্ট্রোলের আধিকারিকরা। আর বাকি ১৮ টি কোম্পানির ওষুধের মান এতটাই খারাপ যে তাঁদের লাইসেন্স বাতিল করতে হয় । শুধু সংস্থার লাইসেন্স বাতিল নয়, পাশাপাশি নয়ডায় ওয়ুধ প্রস্তুতকারক সংস্থার তিন কর্মীকে আটক করেছে ডিজিসিআই-এর আধিকারিকরা। কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গত বছর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু হয়। তাদের বিরুদ্ধে রয়েছে ভেজাল ওষুধ তৈরি এবং বিক্রির অভিযোগ। ম্যারিয়ন বায়োটেকের তৈরি ওষুধের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার। তাদের তৈরি ২২টি পণ্য পরীক্ষায় উত্তীর্ন হতে পারেনি।
গত মাসে, গুজরাতের ওষুধ উৎপাদনকারী সংস্থা অস্থিসন্ধির যন্ত্রণা নিরামক ৫৫ হাজার বোতল শিরাপ পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেই বরাত বাতিল করে মার্কিন প্রশাসন।
চলতি বছরে, মার্চের শুরুতে, চেন্নাইয়েও উদপাদন রদ করা হয় একটি ওষুধ সংস্থার।তাদের তৈরি চোখের ওষুধ নিয়েও ওঠে প্রশ্ন। নিয়ন্ত্রক সংস্থা জানায়, আইড্রপে এমন ব্যাকটিরিয়া রয়েছে, যা থেকে পাকাপাকি ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। এমনকি মৃত্যুও হয়েছে একজনের। গ্লোবাল ফার্মা হেলথকেয়ারের তৈরি এজরিকেয়ার টিয়ার আই ড্রপ ব্যবহার করে আমেরিকায় ৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যায়।
❤ Support Us