- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৫, ২০২৪
প্রয়াত ফুটবল বিশ্বকাপার কার্ট হামরিন
বছরখানেক আগেই মারা গেছেন ফুটবল সম্রাট পেলে। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপের একমাত্র জীবিত সদস্য ছিলেন কার্ট হামরিন। রবিবার রাতে মারা গেলেন সুইডেনের বিশ্বকাপ জয়ের এই অন্যতম নায়ক। বয়স হয়েছিল ৮৯ বছর। কার্ট হামরিনের মৃত্যুতে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৩ সালে সুইডেনের জার্সি গায়ে অভিষেক হয় হামরিনের। ১৯৬৫ পর্যন্ত দেশের জার্সি গায়ে খেলেন। ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হামরিন। সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। ৩-১ ব্যবধানে জেতে সুইডেন। গোল করে দলকে জেতান হামরিন। ফাইনালে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুইডেন। দলকে ফাইনালে তোলার কৃতিত্ব হামরিনের। কোয়ার্টার ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও গোল করেন। ১৯৫৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত দেশের হয়ে ৩২ ম্যাচে ১৭টি গোল করেন হামরিন।
১৯৫২-৫৩ মরশুমে ১৭ বছর বয়সে স্টকহোমে এআইকে-র হয়ে অভিষেক হয় হামরিনের। এরপর জুভেন্তাস, পাদোভা, ফিওরেন্তিনা, এসি মিলান, নাপোলি, আইএফকে স্টকহোমের হয়ে খেলেছেন। ১৯৬৯ সালে এসি মিলানের হয়ে ইউরোপিয়ান কাপ জেতেন। ১৯৬৫ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও ১৯৭২ পর্যন্ত ক্লাব ফুটবল খেলেন। হামরিন। ৪৭২ ম্যাচে ২৪৯ গোল করেন। ক্লাব ফুটবলে হামরিন সবথেকে বেশি ম্যাচ খেলেন ফিওরেন্তিনার হয়ে। ৯ মরশুমে ২৮৯ ম্যাচে করেন ১৫০ গোল। খেলা ছাড়ার পর দীর্ঘদিন এসি মিলানের স্কাউটের দায়িত্ব পালন করে।
❤ Support Us