- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৫, ২০২৩
হাতেই আস্থা না মরু রাজ্যে ফুটবে পদ্ম ? দুপুর পর্যন্ত রাজস্থানে ভোট পড়ল ৪০.২৭ শতাংশ
মরু রাজ্য রাজস্থানের জন্য আরও একটি বিধানসভা গড়ে দেওয়ার জন্য আজ শনিবার সেই রাজ্যের ভোটাররা তাদের মত প্রকাশ করছেন ইভিএম মেশিনে। বিজেপির লক্ষ্য মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কংগ্রেসকে অপসারণ করে রাজস্থান দখল করা। ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ভারতের নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে রাজস্থানে দুপুর ১টা পর্যন্ত ৪০.২৭ শতাংশ ভোট পড়েছে। ৩ ডিসেম্বর এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বিজেপি সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কংগ্রেস ২০১৮ বিধানসভা নির্বাচনের তাদের রাজনৈতিক মিত্র রাষ্ট্রীয় লোকদলকে ভরতপুর আসনটি ছেড়ে দিয়েছে।
রাজস্থানে মোট ২০০ টি বিধানসভা আসন রয়েছে, তবে গঙ্গানগরের করণপুর আসন থেকে কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কোনুর মারা যাওয়ায় ১৯৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, ১৯৯টি আসনে ৫ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ১৪৬ ভোটার রয়েছে। প্রায় ২.৭৪ লক্ষ ভোট কর্মী, ৬ হাজার ২৪৭ জন সেক্টর কর্মকর্তা এবং 1.02 ১. ০২ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মীর মাধ্যমে ভোটগ্রহণ পর্ব চলছে।
রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস দল যখন অশোক গেহলট সরকারের অধীনে তাদের কল্যাণমূলক পরিকল্পনা, নীতি এবং প্রতিশ্রুতিগুলি সামনে রেখে নির্বাচনে লড়ছে, তখন বিজেপি তুষ্টির রাজনীতি, উদয়পুরের দর্জি কানহাইয়া লাল হত্যা এবং গেহলট সরকারের আমলে দাঙ্গাকে ভোট প্রচারের হাতিয়ার করে প্রচার চালিয়েছে। পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের ইস্যুকে নির্বাচনের হাতিয়ার করে মেরুকরণের রাজনৈতিক প্রচার চালিয়েছে। পাশাপাশি কংগ্রেস শাসিত রাজস্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারীদের বিরুদ্ধে অপরাধ, প্রশাসনিক দুর্নীতি ও সরকারি নথি ফাঁসের অভিযোগকেও প্রচারের হাতিয়ার করেছে।
শনিবার রাজস্থানের পালি জেলায় বিজেপি প্রার্থীর এক পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
নির্বাচনী আধিকারিক শান্তি লাল জানিয়েছেন, সুমেরপুর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর বুথের পোলিং এজেন্ট কেন্দ্রে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ও পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্দেহ করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”
❤ Support Us